>আলোকচিত্রী কে এম আসাদ। সম্প্রতি ইউনিসেফ ‘ফটো অব দ্য ইয়ার ২০১৭-১৮’ এবং ‘হামাদ বিন রাশিদ আল মুকদুস (হিপা) ২০১৮’ পুরস্কার অর্জন করেছেন। তিনি জুমা প্রেসের ফটোসাংবাদিক এবং গেটি ইমেজের প্রদায়ক হিসেবে কাজ করছেন। তাঁর মা সুলতানা রাজিয়া গৃহিণী। আজ থাকছে এই ছেলে ও মায়ের পছন্দ-অপছন্দের কথা।
১. প্রিয় খাবার?
কে এম আসাদ: বিরিয়ানি।
মা: ভাত-মাছ।
২. ঘুরতে ভালো লাগে কোথায়?
কে এম আসাদ: যেখানে অনেকের পা পড়েনি, কিন্তু দেখতে অনেক সুন্দর।
মা: কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি।
৩. প্রিয় সিনেমা?
কে এম আসাদ: পথে হলো দেরি।
মা: ইন্ডিয়ানা জোনস।
৪. প্রিয় অভিনয়শিল্পী?
কে এম আসাদ: উত্তমকুমার ও সুচিত্রা সেন।
মা: উত্তমকুমার ও সুচিত্রা সেন।
৫. কোন ধরনের বই পড়তে ভালো লাগে?
কে এম আসাদ: ছোটবেলায় ‘তিন গোয়েন্দা’, এখন সমরেশ মজুমদারের বই।
মা: বিখ্যাত মানুষের জীবনী।
৬. প্রিয় রং?
কে এম আসাদ: কালো।
মা: বাসন্তী।
৭. টেলিভিশনে কী দেখতে ভালো লাগে?
কে এম আসাদ: সিনেমা।
মা: প্রামাণ্য চিত্র।
৮. কার হাতের রান্না ভালো লাগে?
কে এম আসাদ: মা।
মা: মায়ের হাতের রান্না ভালো লাগত।
৯. কোন ধরনের ছবি দেখতে ভালো লাগে?
কে এম আসাদ: যে ছবি দেখলে মনে প্রশ্ন জাগে, সে ছবি।
মা: ছেলে যে ছবি তোলে, তার সবই ভালো লাগে।
১০. প্রিয় আলোকচিত্রী?
কে এম আসাদ: জেমস ন্যাকওয়ে, সেবাস্তিয়ো সালগাদো ও আবীর আবদুল্লাহ।
মা: আমার ছেলে।
১১. পরস্পরের পছন্দ-অপছন্দের দিক?
কে এম আসাদ: মায়ের সবকিছুই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে আমাকে বিশ্বাস করেন, সেটা। কোনো খারাপ দিক নেই।
মা: ওর সততা আর ছবি তুলে মানুষকে সাহায্য করা, এটা ভালো লাগে। রাতে কম ঘুমায়, খাওয়াদাওয়ার বিষয়ে খুবই উদাসীন।
সাক্ষাৎকার: তারিকুর রহমান খান