কচুরিপানা ও কলাগাছ থেকে প্লাস্টিকের বিকল্প তৈরির চেষ্টা করছেন এই শিক্ষার্থীরা
কচুরিপানা ও কলাগাছের আঁশ ব্যবহার করে প্লাস্টিকের একধরনের বিকল্প তৈরি করেছেন টেক্সটাইল প্রকৌশল বিভাগের দুই ছাত্র দুলাল হোসেন ও শিব্বির হোসেন। তাঁদের সুপারভাইজার ছিলেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম।
দুলাল হোসেন বলেন, ‘এটি মূলত আমাদের বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার ডিকিন ইউনিভার্সিটির গবেষকদের একটি যৌথ প্রকল্প। আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আবু নাসের আহসানুল হক সেখানে গবেষণায় যুক্ত আছেন। এ ছাড়া ডিকিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. মারিয়াম নায়েবি আমাদের কাজের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁরাই আমাদের জানিয়েছেন, গবেষণায় যত রকম সাহায্য লাগে তাঁরা করবেন।’
দুলালদের এই গবেষণা সম্প্রতি জার্নাল অব ক্লিনার প্রোডাকশন–এ প্রকাশিত হয়েছে। এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর (প্রভাব বিস্তারকারী মান) ৯.২-এর বেশি। সাধারণত ইমপ্যাক্ট ফ্যাক্টর ৩-এর বেশি হলেই সেটিকে ‘ভালো জার্নাল’ হিসেবে গণ্য করা হয়।
দুলাল বলছিলেন, ‘ভেবে দেখুন, প্লাস্টিক যদি কচুরিপানার মতো পচে মাটির সঙ্গে মিশে যেত, তাহলে পরিবেশের কত উপকার হতো। ২০১৮ সাল থেকে আমরা এই প্রকল্প নিয়ে কাজ করছি। আমার ইচ্ছা আছে, ভবিষ্যতে আমাদের উদ্ভাবনটিকেই প্লাস্টিকের বিকল্প হিসেবে দাঁড় করাব।’