ইউক্রেনের শিশুদের জন্য সাহায্য চাইলেন প্রিয়াঙ্কা
আপনি যদি প্রিয়াঙ্কা চোপড়ার ৭ কোটি ৪৭ লাখ ফলোয়ারের একজন হন, তাহলে ইতিমধ্যে নজরে এসেছে ভিডিওটি। সিএনএনের ২ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিও প্রতিবেদনটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে ইউক্রেনের সাধারণ নাগরিকদের বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। এক মা ছোট্ট শিশুসন্তান, একটি রুটি, এক বোতল পানি আর একরাশ অনিশ্চয়তা নিয়ে রাত কাটাচ্ছেন এয়ারপোর্টে। বললেন, ‘মায়েদের সবচেয়ে সাহসী হতে হয়। কেননা, তাঁর শিশুসন্তান আছে। আর আমরা ইউক্রেনের নাগরিক হিসেবে আমাদের ভয় ওদের (রাশিয়ার সেনাদের) দেখাতে চাই না।’
একজন বললেন, ‘মনে হচ্ছে, আমাদের কয়েক পা সামনেই তৃতীয় বিশ্বযুদ্ধ।’ একজন বললেন, তাঁর স্ত্রী মাত্রই তাঁকে ফোন করেছিলেন। সেখানে (স্ত্রী যেখানে থাকে) বোমাবর্ষণ শুরু হয়েছে। তাঁর স্ত্রী ও সন্তান ঘরের নিচে গর্ত করে লুকিয়ে আছেন। ইউক্রেনের মানুষ শুধু বেঁচে থাকার জন্য সাবওয়ে স্টেশনগুলোকে বাংকার হিসেবে ব্যবহার করছেন।
প্রিয়াঙ্কা এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ইউক্রেনের পরিস্থিতি শিউরে ওঠার মতো। আমার আপনার মতোই সাধারণ নিরপরাধ মানুষ ভয়ংকর আতঙ্কে দিন কাটাচ্ছে। সামনে যে আরও কী অপেক্ষা করছে, কেউ জানে না। এই পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে, এখনই বলা যাচ্ছে না। তবে এই সময়ের রেশ থেকে যাবে। পরবর্তী সময়ে বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।’
এরপরেই প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই চরম বৈশ্বিক সংকটে ইউক্রেনের সব নিপীড়িত মানুষের প্রতি তাঁর সমর্থন রয়েছে। সেখানকার ভুক্তভোগী মানুষের জন্য বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন।
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে চরম অনিশ্চয়তার মুখে ইউক্রেনের ৭৫ লাখ শিশুর জীবন। তাদের জন্য ‘জরুরি সাহায্য তহবিল’ খুলেছে ইউনিসেফ। সেখানেই সবাইকে সাহায্যের অনুরোধ জানালেন প্রিয়াঙ্কা। পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন লিংক: https://help.unicef.org/ukraine-emergency। এই লিংকে গিয়ে বাংলাদেশ থেকেও যে কেউ পাঠাতে পারবেন সাহায্য।
২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাধারণ মানুষ থেকে দেশীয় ও বৈদেশিক রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ অনেকেই রুশ যুদ্ধনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। সেই তালিকাতেই নিজের নাম লেখালেন হলিউড ও বলিউড তারকা, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।