মনের বাক্স
আমার একটা ‘তুমি’ চাই
পাঠকের সুখ–দুঃখ, হাসি–আনন্দ, পছন্দ, ভালোলাগা, ভালোবাসাসহ যে কোনো না বলা কথা শুনতে চায় মনের বাক্স। প্রতি সপ্তাহে পাঠকের পাঠানো সেসব লেখা থেকে নির্বাচিত কিছু লেখা আজ প্রকাশিত হলো এখানে
বিটিএসআর্মি
একসময় নিজের জীবনের সুর ভুলে গিয়েছিলাম। হয়তো জানতামই না জীবন কাকে বলে! তোমরাই তো আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। শিখিয়েছ কীভাবে নিজের জীবন উপভোগ করতে হয়। আমি বারবার হোঁচট খাই, কিন্তু একদিন তোমাদের সঙ্গে দেখা হবে—এ আশাতেই উঠে দাঁড়াই। প্রতি রাতে তোমাদেরই স্বপ্নে দেখি। আর প্রতি সকালে ঘুম থেকে উঠে ভাবি, সেটা স্বপ্ন ছিল, নাকি সত্যি? যখন জানতে পারি, সেটা স্বপ্ন ছিল, তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলি, একদিন হয়তো সেই কাঙ্ক্ষিত দিন আসবে। একদিন হয়তো সত্যি সত্যিই আমাদের দেখা হবে।
মেধা, গফরগাঁও, ময়মনসিংহ
আমার একটা ‘তুমি’ চাই
সবার জীবনেই কি সুখ-দুঃখ পাশাপাশি থাকে? জানি না, অন্যের জীবন কেমন। তবে আমার জীবনের প্রায় প্রতিটি অংশই দুঃখে জড়ানো। খুব ইচ্ছা ছিল, আমার এই তুচ্ছ জীবনেও একটা ‘তুমি’ আসবে, যে তুমির সঙ্গে রাতের আকাশের ওই স্নিগ্ধ পবিত্র চাঁদ দেখব। কোনো এক বর্ষায় দুজন বৃষ্টিতে ভিজব। আর বৃষ্টির মতোই মনপ্রাণ উজাড় করে বলব ‘ভালোবাসি’। হ্যাঁ, আমার জীবনেও এসেছিল সেই তুমি। কিন্তু নিয়তির ফেরে আজ দুজন অনেক দূরে। একটা মেয়ে সব সময় অবহেলিত। কখনো তার পরিবারের কাছে, কখনো সমাজের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানি ফিরে পাব না কোনো দিন তোমাকে। তারপরও আজীবন ভালোবাসব।
নীলাঞ্জনা, নড়াইল
লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল: [email protected], ফেসবুক: facebook.com/adhuna.PA খামের ওপর ও ই-মেইলের subject–এ লিখুন ‘মনের বাক্স’