গ্রামবাংলার এই ধাঁধাগুলোর উত্তর জানেন?

মুখে মুখে প্রচলিত অনেক ধাঁধা ছড়িয়ে আছে আমাদের গ্রামবাংলায়। সময় কাটাতে গ্রামবাংলার এই লোকধাঁধাও একধরনের খেলা, যেখানে দুই দলের মধ্যে চলতে পারে এই বুদ্ধির লড়াই। তেমন কিছু ধাঁধা থাকছে এখানে। শেষে পাবেন উত্তরও।

অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

১. তুমি থাকো বিলে বন্ধু

আমি থাকি ডালে

দুজনের দেখা হবে 

মরণের কালে।

২. তিন অক্ষরে নাম তার 

জলে বাস করে

মাঝের অক্ষর ফেলে দিলে 

আকাশে ওড়ে।

৩. জলেতে জন্ম যার

জলে ঘরবাড়ি

ফকির নহে, ওঝা নহে

মুখেতে দাড়ি।

৪. হাত নাই, পা নাই

এ কেমন রসিক নাগর

অনায়াসে পার হয়

নদী কিংবা সাগর।

৫. যতই কাটুন

বাড়বে...

৬. যতই টানুন

কমবে...

৭. চিকন পাতা

বাঁকা ফল

দেখলে মুখে

আসে জল।

৮. বন থেকে বাহির হলো ওঝা

পাছায় লাঠি তার মাথায় বোঝা

৯. লম্বা সাদা দেহ তার

মাথায় একটা টিকি রয়

টিকির মধ্যে আগুন দিলে 

দেহ তার ক্ষয় হয়।

উত্তর–১: মরিচ ও মাছ

উত্তর–২: চিতল

উত্তর–৩: কচুরিপানা

উত্তর–৪: শামুক

উত্তর–৫: পুকুর বা খাল

উত্তর–৬: বিড়ি বা সিগারেট

উত্তর–৭: তেঁতুল

উত্তর–৮: আনারস

উত্তর–৮: মোমবাতি