আদরের বিড়ালটিকে নিয়ে কোথাও যাচ্ছেন?
আপনার একটা পোষা বিড়াল থাকলে তাকে নিয়ে অনেক জায়গাতেই যাওয়া লাগতে পারে। হয়তো ছুটিতে বাড়ি যাচ্ছেন, কারও দায়িত্বে রেখে যাওয়ার সুযোগ না থাকলে বিড়ালটিকেও করতে হবে ভ্রমণসঙ্গী; কিংবা হয়তো তাকে নিয়ে বিড়ালের ক্যাফেতে যেতে চাচ্ছেন। এসবের বাইরেও অবধারিত যে জায়গায় বিড়ালটিকে আপনার নিয়ে যেতে হয়, তা হলো চিকিৎসাকেন্দ্র। অসুস্থতার সময় তো বটেই, সুস্থ বিড়ালকেও বছরে একবার টিকা দেওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে।
বাড়িতে এই আদুরে চারপেয়ে জীব আপনার কোলে-কাঁধে আরামসে শুয়েবসে থাকলেও বাড়ির বাইরে ভিন্ন পরিবেশে অনেক বিড়ালই ভয় পেয়ে যায়। আতঙ্কিত হয়ে নিমেষেই সে ছুটে যেতে পারে দিগ্বিদিক। হারিয়ে যেতে পারে চোখের পলকে। বহু খুঁজেও হয়তো আর তার দেখা পাবেন না, সে-ও কিন্তু আতঙ্কের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর আপনাকেই খুঁজবে। তাই বিড়াল নিয়ে কোথাও যেতে হলে খুব সতর্কতার সঙ্গে তাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নিরাপদে বিড়াল বহন করা প্রসঙ্গে নানা তথ্য জানালেন রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত বিশ্বাস ভেটেরিনারি ক্লিনিকের প্রাণী চিকিৎসক ডা. সুশ্যাম বিশ্বাস।
কীভাবে বিড়াল নেওয়া উচিত
বিড়াল নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এমন একটা ‘ক্যারিয়ার’ নিতে হবে। যাতায়াতের সময় অধিকাংশ বিড়ালই বেশ ভয়ে থাকে। কোনো কোনো বিড়ালের আবার গাড়িতে শরীর খারাপ করতে পারে। তাই এমন একটা ক্যারিয়ার বেছে নিতে হবে, যা বহন করা সুবিধাজনক, আবার প্রয়োজনে চটজলদি পরিষ্কারও করে ফেলা যায়।
ছোট না বড় ক্যারিয়ার?
বিড়ালের ক্যারিয়ার এমন হতে হবে, যাতে এর ভেতরে সে বসতে পারে, দাঁড়াতে পারে, আবার ঝুড়ির এক পাশ থেকে অন্য পাশে একটু স্বচ্ছন্দে নড়াচড়াও করতে পারে এবং চাইলে শুতেও পারে। ক্যারিয়ার খুব ছোট হলে বিড়ালটির হাঁসফাঁস লাগবে। ক্যারিয়ারের ভেতর পুরু কাপড়ের স্তর বিছিয়ে দিতে পারেন। যেকোনো বয়সের বিড়াল নিয়ে দূরে কোথাও যেতে হলে এমন ক্যারিয়ার বেছে নেওয়া উচিত, যাতে সেটির ভেতরে এক পাশে বিড়ালের খাবার পাত্র রাখার জায়গা থাকে, অন্য পাশে থাকে তার প্রস্রাব-পায়খানা করার ব্যবস্থা (লিটার)।
ক্যারিয়ারের ধরন-ধারণ
বিড়াল বহন করার এমন ব্যাগ, ঝুড়ি কিংবা বড় ক্যারিয়ার বেছে নিন, যেটির মুখ বন্ধ করা যায়। যে ধরনের ক্যারিয়ারই নিন না কেন, শক্তপোক্ত হওয়া প্রয়োজন। এমন ক্যারিয়ার বেছে নিন, যার ভেতর দিয়ে খুব ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। এমন ক্যারিয়ার কেনা ভালো, যেটির পাশ এবং ওপর দিয়ে; অর্থাৎ দুদিক থেকেই বিড়াল ঢোকানো বা বের করা যায়। আপনার জন্য যা ‘ফ্যাশনেবল’, বিড়ালটির জন্য যাতে তা অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায়, কেনার সময় এই বিষয়েও খেয়াল রাখুন।
আরও যা জানা প্রয়োজন
চেইন কিংবা ভেলক্রো দেওয়া ক্যারিয়ার বিড়াল নষ্ট করে ফেলতে পারে।
বিড়াল নেওয়ার সময় ক্যারিয়ারে ‘ইউরিন ম্যাট’ বিছিয়ে দেওয়া প্রয়োজন। ম্যাট বিছানোর পর তা পিচ্ছিল মনে হলে এর নিচে একটা পাতলা কাপড় বিছিয়ে নিতে পারেন।
সঙ্গে ‘ওয়েট ফুড’ রাখা ভালো।
প্রতিটি বিড়ালের জন্য আলাদা ক্যারিয়ার প্রয়োজন। এমনিতে একই সঙ্গে থাকতে অভ্যস্ত হলেও ভ্রমণের সময় মানসিক চাপের কারণে এক অন্যের প্রতি আগ্রাসী হয়ে উঠতে পারে তারা।
বিড়ালটিকে শান্ত রাখতে ক্যারিয়ারের ভেতরে ক্যাটনিপ রাখতে পারেন।
শীতাতপনিয়ন্ত্রিত যানবাহনে বিড়াল নিয়ে যাতায়াত করা ভালো।
ক্যারিয়ারটি নিজের কোলে কিংবা পাশের আসনে রাখুন। নিচে রাখবেন না।
বাইরে যাওয়ার সময় ছাড়াও অন্যান্য সময়ে ক্যারিয়ারটি তার আশপাশেই রাখুন, যাতে ক্যারিয়ারবিষয়ক ভয় তার মধ্যে কাজ না করে।