নেপালে থারু নারীদের সঙ্গে একদিন

নেপালে থারু সম্প্রদায়ের নারীরা পুরুষের চেয়ে বেশি পরিশ্রমী। ঘর–বাহির সবই সামলান তাঁরা। ঘরের কাজ সেরে মাঠে কাজ করেন বা মাছ ধরেন। তারপর সেসব ফসল আর মাছ নিয়ে যান হাটে। খানিকটা রেখে দেন খাবার হিসেবে গ্রহণের জন্য। কাজের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। খুব ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে এই নারীরা খেতে গিয়ে সব কাজ করেন। মাটি কোপানো থেকে বীজ বোনা, ফসল তোলা, বাজারে বিক্রি—সব। ৬ নভেম্বর ফাকালপুর গ্রামে সারা দিন তাঁদের সঙ্গে থেকে কাছ থেকে তাঁদের জীবনযাপন দেখি। তাঁদের বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হয়। ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।
১ / ১১
শর্ষের খেতে কাজ করছেন নারী কৃষক
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১১
বীজ বোনার আগে নিজের জমি প্রস্তুত করছেন রাম দেওয়ালী চৌধুরী
ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ১১
থারু সম্প্রদায়ের নারীরা পরেন ব্লাউজ আর পেটিকোটের মতো বিশেষ পোশাক আর গয়না
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১১
বাড়িতে অতিথি এলে এভাবেই অ্যাপায়ন করেন তাঁরা
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১১
ফসল তুলছেন এক নারী কৃষক
ছবি: সাবিনা ইয়াসমিন
৬ / ১১
সবাই মিলে একসঙ্গে কাজ করেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১১
পাতার থালা–বাটি ব্যবহার করেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১১
ডালের পাঁপড় বানিয়ে, উঠোনে শুকিয়ে বাজারে বিক্রি করেন
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১১
বাড়িতেই ধানের গুদামে কাজ করেন পরিবারের বয়োজ্যেষ্ঠরা
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১১
সবাই কমবেশি বাড়ির আঙিনায় গরু–ছাগল, মহিষ পালেন
ছবি: সাবিনা ইয়াসমিন
১১ / ১১
নিজের জমিতে বাঁধাকপি চাষ করছেন জুলি চৌধুরী
ছবি: সাবিনা ইয়াসমিন