ক্যানসারজয়ী সংগীতশিল্পী সিঁথি সাহার ব্যস্ত সময়ের গল্প

শৈশবে মায়ের কাছ থেকে সংগীতের তালিম নিয়েছিলেন সিঁথি সাহা। তারপর শাস্ত্রীয়, লোক ও আধুনিক সংগীত রপ্ত করেছেন ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে। রবীন্দ্রসংগীতের জন্য চারটি জাতীয় পুরস্কারসহ পেয়েছেন আরও অনেক পুরস্কার। এরই মধ্যে তাঁর শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। আর তা জয়ও করেছেন সিঁথি সাহা। এখন তাঁর সারাদিন কাটে নানা ব্যস্ততায়। ছবিতে সেই গল্পই তুলে ধরলেন প্রথম আলোর আলোকচিত্রী কবির হোসেন

১ / ৭
নিয়মিত রেওয়াজ করেন সিঁথি সাহা
ছবি: কবির হোসেন
২ / ৭
সময় পেলে ছবিও আঁকেন
ছবি: কবির হোসেন
৩ / ৭
রান্না করতে ভালোবাসেন সিঁথি সাহা
ছবি: কবির হোসেন
৪ / ৭
মেয়ে সামারা জয়ীকে খাওয়াচ্ছেন
ছবি: কবির হোসেন
৫ / ৭
মেয়ের নজর সিঁথির গলার মালায়
ছবি: কবির হোসেন
৬ / ৭
বাইরে গান রেকর্ডিংয়ে যাওয়ার আগে প্রস্তুতি
ছবি: কবির হোসেন
৭ / ৭
এবারে বাইরে যাওয়ার জন্য তৈরি সিঁথি সাহা
ছবি: কবির হোসেন
আরও পড়ুন