প্রেমিকার সঙ্গে ঝগড়া মিটিয়েছে মনের বাক্স
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনের বাক্সে লেখা পাঠিয়েছেন অনেক পাঠক। জানিয়েছেন প্রথম আলোর সঙ্গে তাদের নানা স্মৃতি। তেমনই কয়েকটি লেখা থাকছে এখানে
মনের বাক্স দূরত্ব ঘোচাল
প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছিল। সবখানে ব্লক হওয়ায় ‘মনের বাক্সে’ চিঠি লিখেছিলাম। কারণ, জানতাম প্রতি বুধবার সে ‘মনের বাক্স’ পড়ে। ছয় মাসের দূরত্ব আর বিরহ নিয়ে সেই চিঠি এক বুধবার ছাপা হলো ‘মনের বাক্সে’। বৃহস্পতিবার এল সেই কাঙ্ক্ষিত ফোন। দূরত্ব কাটিয়ে আবার আমরা প্রেমের সাগরে ডুবে গেলাম। এখন দুজনই কলেজে পড়ছি। সেই ঝগড়ার পর আর কখনো আমরা দূরে থাকিনি। আমরা দুজনেই তাই ‘অধুনা’র কাছে কৃতজ্ঞ। আমার প্রেমিকা এখনো নিয়মিত ‘মনের বাক্স’ পড়ে, তবে ‘মনের বাক্স’ আর নিয়মিত ছাপা হয় না। মাঝেমধ্যে ছাপা হয়। আমার প্রেমিকার পক্ষ থেকে তাই আমার অনুরোধ, বিভাগটি নিয়মিত ছাপাবেন।
নয়ন, আখাউড়া
মনের বাক্স পড়তে ভালোবাসি
প্রথম আলোর ‘মনের বাক্স’ বিভাগের আমি পাগলা ভক্ত। মানুষের নানা রকম আবেগ–অনুভূতি পড়ে নিজেও আপ্লুত হই। নিজে কখনো লেখা পাঠাইনি। তবে আগ্রহ নিয়ে পড়ি। এই লেখাগুলো আগে জমিয়ে রাখতাম, এখন আর সময় হয় না। তবে এখনো বুধবার এলে ‘মনের বাক্স’ পড়ি। প্রেম নিয়ে মানুষের আবেগ দেখে ভালো লাগে। আসলে প্রেম ছাড়া তো দুনিয়াই অচল।
জিনিয়া রুবাবা, ঢাকা
প্রথম আলোর ২৫ বছরে আব্বুকে মনে পড়ে
প্রথম আলোর খুব ভক্ত ছিলেন আমার আব্বু। সরকারি চাকরি থেকে অবসরের পর পত্রিকা পড়েই সময় কাটাতেন। সকালে বসে যেতেন সুডোকু মেলাতে। বাড়ির সবার রাশিফল পড়ে শোনাতেন। এভাবে একসময় আমরা সবাই কাওসার আহমেদ চৌধুরীর ভক্ত হয়ে গেলাম। শনিবার কাড়াকাড়ি হতো রাশিফল নিয়ে। ঢাকায় আসার পরও আব্বু রাশিফল বের হলে মনে করিয়ে দিতেন।
করোনার সময় আব্বু মারা গেছেন। তবে আব্বুর গড়ে দেওয়া অভ্যাস আমরা ছাড়তে পারিনি। ভাইয়া, ভাবি, বড় আপা, আমি এখনো খবর বলতে প্রথম আলোই বুঝি। তবে ছাপা পত্রিকা এখন পড়া হয় না খুব একটা। অনলাইনে প্রথম আলো পড়ি।
পড়াশোনা নিয়ে আব্বু মাঝেমধ্যে শাসন করে বকা দিতেন। বলতেন, এমন কিছু একটা করো যাতে প্রথম আলোয় তোমার ইন্টারভিউ ছাপা হয়। সেই প্রথম আলোর ২৫ বছর পূর্তি হচ্ছে জেনে আব্বুর কথাটা খুব মনে পড়ল।
ফাহিম ফেরদৌস, মিরপুর, ঢাকা
লেখা পাঠানোর ঠিকানা
মনের বাক্সে পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।
ই–মেইল ঠিকানা: [email protected] (সাবজেক্ট হিসেবে লিখুন ‘মনের বাক্স’)
ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ২০–২১ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘মনের বাক্স’)
ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA