তারকাদের পোশাক কিনে যেভাবে ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে পারেন

তারকাদের জীবন সম্পর্কে জানার আগ্রহ থাকে অনেকেরই। তাঁদের পোশাকের নকশা দেখে সেই আদলের পোশাক পেতে চান অনেকে। কেমন হয়, যদি তারকাদেরই পছন্দের পোশাকগুলো সরাসরি কিনতে পাওয়া যায়? আর সেই পোশাক কেনাই যদি হয় কোনো পীড়িত মানুষকে সাহায্য করার উপলক্ষ? এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নয়জন তারকা বন্ধু। নিজেদের পোশাক নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছেন তাঁরা। প্রদর্শনীর পোশাক বিক্রি করে যে অর্থ সংগৃহীত হবে, তা প্রদান করা হবে ক্যানসার আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার জন্য।

‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা
ছবি: সংগৃহীত

বনানীর ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়ির দোতলায় টেগোর টেরাসে শুরু হয়েছে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামের এই আয়োজন।

নানান রঙের শাড়ি আর অন্যান্য বাহারি পোশাকের এই আয়োজনের শুরুর গল্পটা জানতে চাইলাম আয়োজকদের কাছে। উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলছিলেন, ক্যানসার এমন একটি রোগ, যাতে আক্রান্ত হলে অধিকাংশ মানুষই মৃত্যুর দিন গুনতে শুরু করেন। বেঁচে থাকতেই যেন মৃত্যুর বিহ্বলতা নেমে আসে জীবনে। এমন মানুষদের জীবনে আশা জাগিয়ে রাখার সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগের সূচনা।

আরও পড়ুন
উদ্যোগটি নিয়েছেন দেশের নয়জন তারকা বন্ধু
ছবি: সংগৃহীত

উপস্থাপক সামিয়া আফরিন উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। জানালেন, ক্যানসার আক্রান্ত মানুষদের জন্য তার এমন কিছু করার ইচ্ছা ছিল, যা সামগ্রিকভাবে সমাজের কাজে আসবে। ব্যক্তি উদ্যোগে অনেক সময় চাইলেও অনেক বড় কিছু করা সম্ভব হয় না। ভিন্নভাবে কোনো উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলাপ করেছিলেন বন্ধুদের সঙ্গে। সেই থেকেই শুরু। তাঁর ভাবনায় সানন্দে সাড়া দিয়েছেন তারকা বন্ধুরা। ভবিষ্যতেও ক্যানসার বিষয়ক সচেতনতা বাড়াতে এমন আরও আয়োজনের সঙ্গে থাকার ইচ্ছা রয়েছে তাঁর এবং তাঁর বন্ধুদের।

আরও পড়ুন

সামিয়া আফরিন, আফরোজা পারভীন, সংগীতশিল্পী আঁখি আলমগীর, দিলশাদ নাহার কনা, অভিনেত্রী তানভীন সুইটি, দীপা খন্দকার, পিয়া জান্নাতুল, আফসান আরা বিন্দু এবং মডেল চৈতি নিজেদের সংগ্রহ থেকে পোশাক দিয়েছেন এই আয়োজনে। কোনোটি হয়তো তারকার খুব পছন্দের পোশাক, কোনোটি একেবারেই আনকোরা। কোনো পোশাকে আছে কারুকাজের বাহার। কোনোটি দেবে প্রশান্তির পরশ।

প্রদর্শনীর পোশাক বিক্রি করে যে অর্থ সংগৃহীত হবে, তা প্রদান করা হবে ক্যানসার আক্রান্ত অসহায় মানুষদের চিকিৎসার জন্য
ছবি: সংগৃহীত

প্রিয় তারকার সংগ্রহের পোশাক নেওয়ার অনুভূতিটাও ভিন্ন রকম আনন্দের। একই সঙ্গে কোনো অচেনা অসহায় মানুষের জন্য কিছু করতে পারার সুযোগটাও মিলছে। তারকাদের এই মানবিক ভাবনায় অনুপ্রাণিত হতে পারেন আপনিও। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। শেষ হবে ২২ মার্চ।

আরও পড়ুন