একসঙ্গে ১০ দেশের ১০ বৃত্তির খোঁজ, জেনে নিন কবে কীভাবে আবেদন করবেন

বছরের শুরুতেই যদি সারা বছরের বৃত্তিগুলোর সম্ভাব্য সময়সূচি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, তাহলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। বছরের কোন মাসে কোন বৃত্তি, দেখে নিন এখানে।

মডেল: লোবা
ছবি: সুমন ইউসুফ

থাইল্যান্ডে সরকারি বৃত্তি

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি

থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডক্টরাল ও মাস্টার্স পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। প্রকৌশল ও প্রযুক্তি, পরিবেশ, সম্পদ ও উন্নয়ন—এ ধরনের বিষয়ে যাঁরা স্নাতকে ভালো ফল করেছেন, এ বৃত্তি তাঁদের জন্য। স্কুল অব ম্যানেজমেন্টেও আবেদন করা যাবে। টিউশন ফি, নিবন্ধন ফি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ—সবই পড়বে বৃত্তির আওতায়। পিএইচডি ডিগ্রির জন্য ৪১ মাস ও স্নাতকোত্তরের জন্য ২২ মাসের বৃত্তি দেওয়া হয়। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.০। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

ব্রুনেই দারুসসালামে সরকারি বৃত্তি

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি দেয় ব্রুনেই দারুসসালাম সরকার। স্নাতক, স্নাতকোত্তর ছাড়াও ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্সের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আবেদন গ্রহণ চলছে। স্নাতক পর্যায়ের জন্য আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত, স্নাতকোত্তর পর্যায়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিপ্লোমা প্রোগ্রামের আবেদন শুরু হবে আগস্টে। অনলাইনে আবেদনের পাশাপাশি আবেদনপত্রের প্রিন্ট কপিসহ সব সনদের হার্ড কপি জমা দিতে হবে। আইইএলটিএস বা টোয়েফলের সনদও প্রয়োজন হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ভারতে সরকারি বৃত্তি

আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল

ভারতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আইসিসিআর বেশ জনপ্রিয় একটি বৃত্তি। এই বৃত্তির মাধ্যমে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়ালেখার সুযোগ মিলছে। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল বা পিএইচডি পর্যায়ে ভর্তি হতে পারেন। বৃত্তির আওতায় সাধারণত স্নাতকের শিক্ষার্থীরা ১৮ হাজার, স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ২০ হাজার, পিএইচডির শিক্ষার্থীরা ২২ হাজার এবং পোস্টডক্টরেটের শিক্ষার্থীরা ২৫ হাজার রুপি করে মাসিক ভাতা পান। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কোনো টিউশন ফিও দিতে হয় না। আবেদনের সময় পাসপোর্টের অনুলিপি, সব নম্বরপত্র ও সনদের মতো মৌলিক নথি ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশপত্র ও মেডিকেল ফিটনেস ফরম পূরণ করে জমা দিতে হয়। ফিটনেস ফরমটি আইসিসিআর অনলাইন পোর্টালেই পাওয়া যাবে। শিক্ষার্থীকে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য ইংরেজি ভাষায় ৫০০ শব্দের একটি প্রবন্ধ জমা দিতে হবে। বিস্তারিত পাবেন এখানে

অস্ট্রেলিয়ায় মাস্টার্স করতে সরকারি বৃত্তি

আবেদনের সময়: ফেব্রুয়ারি-মে

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তি দেয় অস্ট্রেলিয়া। এই বৃত্তির আওতায় দেশটির প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ মেলে। যেমন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয়েও আপনি পড়তে পারেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মাধ্যমে টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ মিলবে। যাতায়াতের জন্য বিমান টিকিট, বাসস্থানের জন্য এককালীন ভাতা ইত্যাদি পড়বে বৃত্তির আওতায়। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

সৌদি আরবে সরকারি বৃত্তি

আবেদনের সময়: এপ্রিল-মে

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নিয়মিত বৃত্তি দেয় সৌদি আরব সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হয়। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল—এসব বিষয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে। স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০, পিএইচডির জন্য ৩৫ বছর। বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকে। গত বছরের বিজ্ঞপ্তি দেখতে পারেন নিচে অ্যাটাচ করা ফাইলে।

যুক্তরাষ্ট্রে পড়তে ফুলব্রাইট বৃত্তি

আবেদনের সময়: মে-জুন

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাস্টার্স করার সুযোগ পান শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত তরুণেরা এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পান। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সামাজিক বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, জনপ্রশাসন, পরিবেশবিজ্ঞান, নগর-পরিকল্পনা, মনোবিদ্যা ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনের জন্য ফুলব্রাইট বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমানভাড়া, টিউশন ফি ও শিক্ষাসংশ্লিষ্ট সব খরচও পড়ে। হালনাগাদ তথ্যের জন্য চোখ রাখতে পারেন মার্কিন দূতাবাসের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজে।

মরক্কোর সরকারি বৃত্তি

আবেদনের সময়: জুলাই

মরক্কো সরকার প্রতিটি শিক্ষাবর্ষেই স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট পর্যায়ে বৃত্তি দেয়। বাংলাদেশি শিক্ষার্থীরা মরক্কোর এই সরকারি বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কোর্স চলাকালে শিক্ষার্থীরা সাধারণত প্রতি মাসে ৭৫০ দিরহাম বা ৭৫ ডলার করে বৃত্তি পান। আরও তথ্য জানতে গত বছরের বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। গত বছরের বিজ্ঞপ্তি পাবেন নিচে অ্যাটাচ করা ফাইলে।

মিসরে সরকারি বৃত্তি

আবেদনের সময়: জুলাই-আগস্ট

মিসরে সরকারি শিক্ষাবৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। আগ্রহী প্রার্থীদের মিসরের মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুযায়ী নিবন্ধন ও আবেদন করতে হয়। ন্যূনতম বয়স হতে হয় ১৮ বছর। অনলাইনে তথ্য পূরণের পর পূরণকৃত ফরম, সনদ, নম্বরপত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, ভাষা দক্ষতার সনদ (যদি থাকে) এবং সংশ্লিষ্ট সব কাগজপত্রের সত্যায়িত ফটোকপি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হয়। গত বছরের বিজ্ঞপ্তি দেখে আরও ধারণা পেতে পাশের কিউআর কোড স্ক্যান করুন।

আরও পড়ুন

যুক্তরাজ্যে জনপ্রিয় চিভনিং বৃত্তি

আবেদনের সময়: সেপ্টেম্বর-নভেম্বর

বাংলাদেশের শিক্ষার্থীদের চিভনিং বৃত্তি পাওয়ার হার বেশ ভালো। যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) ও বিভিন্ন সহযোগী সংগঠন এ বৃত্তির জন্য অর্থায়ন করে। এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ থাকে। স্নাতক পর্যায়ে দ্বিতীয় শ্রেণির ডিগ্রি আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরা হয়। থাকতে হয় কাজের অভিজ্ঞতাও। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর পেলে আবেদন করতে পারবেন। এ ছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির সাধারণ নিয়ম অনুসরণ করা হয় বৃত্তির ক্ষেত্রে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন

চীন সরকারের বৃত্তি

আবেদনের সময়: নভেম্বর-ডিসেম্বর

স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল বা সিনিয়র স্কলার প্রোগ্রামে চীনা সরকারি বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। স্নাতকে আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ২৫ বছর, স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর, পিএইচডি করতে চাইলে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। জেনারেল স্কলার প্রোগ্রামের জন্য আবেদনের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর এবং সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আগ্রহী শিক্ষার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছর। আবেদনের সময় জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি, মোটিভেশনাল লেটার, শিক্ষার সনদ, সুপারিশপত্র (রেকমেন্ডেশন লেটার), স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস বা টোয়েফল) ও পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে। এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি দেবে চীন সরকার। আবাসনসুবিধা, মাসিক উপবৃত্তি ও চিকিৎসাবিমার সুবিধাও আছে। ২০২৩ সালের বিজ্ঞপ্তিটি দেখুন নিচে অ্যাটাচ করা ফাইলে।

China_Scholarship.pdf
আরও পড়ুন