বিদেশ ভ্রমণের খুঁটিনাটি
মালদ্বীপ, তুরস্ক, নেপাল, ইন্ডিয়া—একে একে উঠে যাচ্ছে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্যগুলোর যাবতীয় নিষেধাজ্ঞা। দীর্ঘ দুই বছর পর আবার এসেছে অবাধে ঘোরাঘুরির সুযোগ। সমুদ্র হোক বা পাহাড়, আরামের সফর অথবা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার—ভ্রমণের সময় এখনই! সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নতির ফলে অনেকেই এখন দেশের তুলনায় বিদেশ ভ্রমণটা বেশি পছন্দ করেন। একটু হিসাব করলেই দেখা যায়, পার্শ্ববর্তী দেশগুলোতে ঘুরতে খরচও খুব একটা বেশি পড়ে না। সাধ্যের মধ্যে বিদেশ ঘুরতে চাইলে দেখে নিতে পারেন এই কার্যকর টিপসগুলো।
পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্য। ভারতে আছে আগ্রার বিখ্যাত তাজমহল, নেপালে আছে সুবিশাল হিমালয় পর্বতমালা। সুবিধা হলো, ভারত ও নেপালে প্লেন ছাড়াও এখন যাওয়া সম্ভব। সে ক্ষেত্রে বেশ কিছুটা খরচ বেঁচে যায়। তবে প্রক্রিয়াটা অনেকের জন্যই সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এসি বাস বা ট্রেনের তুলনায় অনেক সময় দেখা যায়, প্লেনই বেশি সুবিধাজনক। এসব দেশে ট্যুরিজমের জনপ্রিয়তার খাতিরে হোটেলও বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। তাই এবার বান্দরবান কিংবা খাগড়াছড়ির বদলে দেখে নিতে পারেন শিমলা কিংবা মানালি। সিলেটের গণ্ডিটা পেরোলেই পৌঁছে যাবেন মেঘের দেশ মেঘালয়ে। সেখানে আছে মেঘে ঘেরা শিলং, প্রাণবন্ত গাছের শিকড়ের তৈরি সেতুর জন্য বিখ্যাত চেরাপুঞ্জি, কাচের মতো স্বচ্ছ পানির ডাউকি বা উমনগোট নদী, হাতির পায়ের আকারের ঝরনাধারা ‘এলিফ্যান্ট ফলস’।
একটু দূরে গেলেই আছে ঐশ্বর্যময় হিমালয় পর্বতমালার দেশ নেপাল। সেখানে পাবেন কাঠমান্ডুর রংবেরঙের সাংস্কৃতিক ঐতিহ্য অথবা পোখারা এবং নাগারকোটের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য। প্রাণবন্ত শহরে ঘুরতে ইচ্ছা হলে দেখে আসতে পারেন ‘আনন্দের শহর’ কলকাতা। রানি ভিক্টোরিয়ার আমলের ছাপ এখনো ছেয়ে আছে শহরজুড়ে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা জাদুঘর, নিউমার্কেট—সব জায়গাতেই দেখা যায় ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন। ভ্রমণের পরিধি বাড়াতে চাইলে দেরি না করে ঘুরে আসুন বাড়ির কাছের এ দুটি দেশ।
কিছুদিন আগেই পর্যটক শেহ্ওয়ার ও মারিয়ার তুরস্ক ভ্রমণের কাহিনি মুক্তি পেল অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির পর্দায়। সেখানে দেখে অনেকেরই মনে আশা জাগতে পারে বসফরাসের দেশটি ঘুরে আসার। যেখানে পশ্চিমা জীবনধারার সঙ্গে মিলেছে পূর্বের ঐতিহ্য। ক্যাপাডোসিয়ার নীল আকাশে হট-এয়ার বেলুন ওড়ার দৃশ্য দেখেনি, এমন মানুষ কমই আছে। পার্শ্ববর্তী দেশ থেকে কিছুটা দূরে ঘুরতে চাইলে আরেকটি বিকল্প হলো মালদ্বীপ। ছবির মতো সুন্দর দেশটিকে অনেকেই সাধ্যের অতীত মনে করেন। তবে বিলাসবহুল রিসোর্ট ছাড়াও মালদ্বীপে আছে সাশ্রয়ী দামের মধ্যেই বেশ কিছু দ্বীপে থাকার ব্যবস্থা। এগুলোর মধ্যে হুলহুমালে, মাফুশি, ফুলিধু দ্বীপগুলো সবচেয়ে জনপ্রিয়। হাঙরের সঙ্গে সাঁতার কাটা অথবা সমুদ্রতীরে স্টিং-রেকে খাবার খাওয়ানো—এমন বিচিত্র অভিজ্ঞতা পাওয়া যাবে মালদ্বীপে।
শখের প্রসঙ্গ তো গেল, এবার আসা যাক সাধ্যের কথায়। দূরদূরান্তের দেশ ভ্রমণের চিন্তা মাথায় এলে অনেকের জন্যই প্রথম বাধাটা হয় আর্থিক। কাছাকাছি কোথাও ঘুরতে গেলে এই বাধা অনেকটাই কমে যায়। কক্সবাজার ভ্রমণ এবং মেঘালয় ভ্রমণের হিসাবের খাতাটা খুললে দেখা যায়, মাত্র হাজার পাঁচেক টাকার পার্থক্য। কিন্তু একটু দূরের দেশে যেতে চাইলে পার্থক্যটা বেড়ে যায়। বাধাহীন নির্ভেজাল ভ্রমণ নিশ্চিত করতে দেখে নিতে পারেন গোযায়ান। এখন চলছে নানান ডিসকাউন্ট। দেশের ভেতরে হোক বা বাইরে—ফ্লাইট, হোটেল, ট্যুর—সবকিছুর জন্যই ব্যবহার করতে পারবেন গোযায়ানের ইএমআই সুবিধা; অর্থাৎ এখনই ঘুরতে গিয়ে পরবর্তী এক বছর পর্যন্ত কিস্তিতে শোধ করতে পারবেন প্রয়োজনীয় অর্থ। ছয় মাস পর্যন্ত কোনো রকম বাড়তি খরচ ছাড়াই সুবিধাটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো অনলাইন ভ্রমণের প্ল্যাটফর্ম ফ্লাইটেও তিন মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা দিচ্ছে।
শখ ও সাধ্যের মেলবন্ধন করতেই এখন অনেক ধরনের সেবা পাওয়া যায়। ভ্রমণের ক্ষেত্রে গোযায়ান এসব সেবার মধ্যে অন্যতম। তাই আপনার স্বপ্নের ভ্রমণটি বাস্তবায়ন করতে দেরি করবেন কেন? কারণ, সাধ্যের মধ্যেই এখন লুকিয়ে আছে স্বপ্ন।