এই চার ধাঁচের পর্যটকের মধ্যে আপনি কোন ধরনে পড়েন
আগে বছরের নির্দিষ্ট কিছু সময়েই ঘুরতে বের হতেন মানুষ। এখন ঘোরার জন্য সব ঋতুই মানানসই। ভ্রমণের জন্য এখন ১২ মাসও কম হয়ে যাচ্ছে। ১৯৭২ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এরিক কোহেন প্রথম চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যটকদের প্রকারভেদ তুলে ধরেন। যদিও এরপর পর্যটনশিল্পে অনেক বদল এসেছে, তবে ভ্রমণকারীদের বোঝার জন্য এখনো গাইড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কোহেনের পর্যটন টাইপোলজি।
ভাসমান পর্যটক
এই দলের ভ্রমণকারীরা লোকালয়ে থাকতে পছন্দ করেন। তবে হোটেলের চার দেয়ালে নিজেদের বন্দী করতে চান না। আ্যাডভেঞ্চার পছন্দ করেন। নিজেদের ভ্রমণ কেমন হবে, নিজেরাই নির্ধারণ করেন। এ ধরনের ভ্রমণকারীরা অপরিচিত বা নতুন জায়গায় খেতে বা কেনাকাটা করতে পছন্দ করেন।
অনুসন্ধানী পর্যটক
এ ধরনের পর্যটকেরা অনেকটা ভাসমানের মতোই। নতুনত্ব খোঁজেন, স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন। সে দেশের সাংস্কৃতিক অভিজ্ঞতাগুলোও উপভোগ করতে চান। তবে দিন শেষে তাঁরা হোটেলের বালিশে মাথা রেখে ঘুমাতে পছন্দ করেন। এ ধরনের পর্যটকেরা সাধারণত স্থানীয় খাবার খান, স্থানীয় দোকানে কেনাকাটা করেন। তবে পছন্দের পরিচিত খাবারের দোকান পেলে সেখানে গিয়েও এক বেলা পেট পুরে খেয়ে নেন।
স্বতন্ত্র গণপর্যটক
এই পর্যটকেরা পরিচিত জিনিস খুঁজে বেড়ান। এ ধরনের পর্যটক পরিচিত খাবার চান, চেনা ভাষায় যোগাযোগ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন। যে ধরনের বাসস্থানের সঙ্গে পরিচিত, সেগুলোতে থাকতে চান। ভ্রমণের সময় স্থানীয় ট্যুর গাইড ব্যবহার করেন। তবে এ ধরনের ভ্রমণকারীরা দলগতভাবে ভ্রমণ করার চেয়ে একা একা ঘুরতে পছন্দ করেন।
সংগঠিত গণপর্যটক
এই পর্যটকেরাও পরিচিতদের খোঁজেন। এ ধরনের পর্যটকেরা প্রতিবারই নতুনত্বের চেয়ে পরিচিত জায়গা বা জিনিস খোঁজেন এবং দলগতভাবে ভ্রমণ করেন। এ ধরনের ভ্রমণকারীদের একটি ভ্রমণপথের পরিকল্পনা থাকে, তাঁরা সেটাই অনুসরণ করেন।