২০২৫ সালে বিশ্বের সেরা ১০ বিমানবন্দর

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দরবিষয়ক বিভিন্ন ধরনের র‍্যাঙ্কিং করে থাকে। প্রতিষ্ঠানটি সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। যাত্রীদের মূল্যায়নে দক্ষিণ-পূর্ব এশিয়ার যাত্রীদের কেন্দ্রস্থল হয়ে ওঠা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম হয়েছে। বিমানবন্দরটি ১৩তমবার সেরা পুরস্কারটি পেল। গত বছর প্রথম স্থানে থাকা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার দ্বিতীয় স্থানে নেমে গেছে। একনজরে দেখে নিন বিশ্বসেরা ১০ বিমানবন্দরের নাম—

১. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

চাঙ্গি বিমানবন্দরের কৃত্রিম ঝরনা
ছবি: পেক্সেলস

২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাগান ’দ্য অরচার্ড’
ছবি: উইকিপিডিয়া

৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা বিমানবন্দর), জাপান

জাপানের হানেদা বিমানবন্দর
ছবি: উইকিপিডিয়া

৪. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: পেক্সেলস

৫. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: উইকিপিডিয়া

৬. হংকং আন্তর্জাতিক বিমানবন্দর

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর
ছবি: পেক্সেলস

৭. প্যারিস শার্ল দ্যু গল বিমানবন্দর, ফ্রান্স

প্যারিস শার্ল দ্যু গল বিমানবন্দর
ছবি: উইকিপিডিয়া

৮. রোম ফিউমিসিনো বিমানবন্দর, ইতালি

রোম ফিউমিসিনো বিমানবন্দর
ছবি: উইকিপিডিয়া

৯. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

মিউনিখ বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার
ছবি: উইকিপিডিয়া

১০. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

সুইস আল্পসের পাশে জুরিখ বিমানবন্দর
ছবি: উইকিপিডিয়া