উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? রইল কিছু হোটেল ও রিসোর্টের খোঁজ
ঘুরতে যাওয়ার সময় মাথায় প্রথম উদয় হওয়া প্রশ্নগুলোর একটি—থাকব কোথায়? উত্তরবঙ্গের কোথায় ঘুরতে যাবেন, তা ঠিক করে থাকলে জেনে নিন কিছু হোটেল ও রিসোর্টের খোঁজ।
মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, বগুড়া
উত্তরবঙ্গের একমাত্র পাঁচ তারকা রিসোর্ট মম ইন পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি বগুড়ার ঢাকা–রংপুর রোডের নওদাপাড়ায় অবস্থিত।
যোগাযোগ: ০১৭৫৫ ৬৬৯৯০০
ওয়েবসাইট: www.momoinn.com
রত্নদ্বীপ রিসোর্ট, পাবনা
পাবনা সদরের জালালপুরে অবস্থিত রত্নদ্বীপ রিসোর্ট। পাবনা–ঈশ্বরদী বেড়াতে গেলে এই রিসোর্টে থাকতে পারেন। নির্ভার সময় কাটাতেও রত্নদ্বীপ হাতে পারে আপনার ঠিকানা।
যোগাযোগ: ০১৭৩০ ৩১৮৯৫৩
ওয়েবসাইট: www.ratnodweepresort.com
রূপকথা ইকো রিসোর্ট, পাবনা
পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরে অবস্থিত রূপকথা ইকো রিসোর্ট। রত্নদ্বীপ রিসোর্টের ব্যবস্থাপনায় এই রিসোর্ট পরিচালিত হয়।
যোগাযোগ: ০১৭৩০ ৩৭৪৮১৭
ওয়েবসাইট: www.rupkothaecoresort.com
এসকেএস ইন রিসোর্ট, গাইবান্ধা
গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত চার তারকা মানের রিসোর্ট এসকেএস ইন। এখানে থাকার জন্য ডিলাক্স রুম, টুইন ও ফ্যামিলি রুম, ওয়াটার ভিলা, গার্ডেন ভিউ ভিলা, ফ্যামিলি ভিলা, লেক ফ্রন্ট ভিলা আছে।
যোগাযোগ: ০১৭১৩ ৪৮৪৪১৭
ওয়েবসাইট: www.sksinn.com
জাকস রিসোর্স সেন্টার, জয়পুরহাট
জয়পুরহাটে শহরের সবুজনগর এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন গড়ে তুলেছে ‘জাকস রিসোর্স সেন্টার’। আবাসনের ভালো ব্যবস্থা আছে এখানে। নওগাঁ ও জয়পুরহাটে ঘুরতে গেলে এই রিসোর্স সেন্টারের ডিলাক্স টুইন বেডরুম, ডিলাক্স রুমসহ ভিআইপি স্যুটে থাকতে পারেন।
যোগাযোগ: ০১৯৫৮২৬৬৪৩১
ওয়েবসাইট: www.jrc-bd.com
ডাহুক টি রিসোর্ট, তেঁতুলিয়া, পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা–বাগানের সবুজের মধ্যে, মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্ট পর্যটকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এখানে প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে মিশে আছে আধুনিক সুযোগ-সুবিধা।
যোগাযোগ: ০১৩১৫১৩৩৮৬৬
মহানন্দা কটেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়
প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। অনেকে ছুটে যান দূর থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখার বাসনায়। তাঁরা কলেজ রোডের মহানন্দা কটেজেও থাকতে পারেন।
যোগাযোগ: ০১৭৩৪০৩১৯৬৫