পশুপাখির মজার ছবিগুলো দেখুন আর হাসতে থাকুন

প্রাণী-পাখির স্বাভাবিক ক্রীড়াকর্মই ক্যামেরায় ধরা পড়েছে। তবে ছবিগুলো দেখলে হাসি আটকে রাখা দায়! এসব আলোকচিত্র নিয়েই বৈশ্বিক প্রতিযোগিতা ‘দ্য কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’। কীটপতঙ্গ, সরীসৃপ ও উভচর প্রাণী, পাখি, মাছ ও অন্যান্য জলজ প্রজাতি—এমন ৯টি শাখার এই প্রতিযোগিতার প্রায় ৯ হাজার ছবি জমা পড়েছিল। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পায় ৪৫টি আলোকচিত্র। এরপর বিচারকেরা নির্বাচন করেছেন প্রতিটি শাখার সেরা ছবি। এর মধ্যে একটি ছবি হয়েছে সার্বিকভাবে সেরা।

১ / ৭
গাছের ডাল ভেবে ভুল করবেন না! ইতালীয় আলোকচিত্রী মিলকো মারচেত্তির তোলা কাঠবিড়ালির এই ছবি সার্বিকভাবে সেরা হয়েছে।
২ / ৭
নৃত্যরত ম্যানটিস
ছবি: হোসে মিগুয়েল গ্যালেগো মোলিনা
৩ / ৭
ত্রুটিপূর্ণ অবতরণ!
ছবি: ডামিয়ান পেটকভ
৪ / ৭
মাছটি আসলে ইগলের ফসকে যাওয়া শিকার!
ছবি: সেমিস্লাভ ইয়াকুবজেক
৫ / ৭
শিকারির সঙ্গে লুকোচুরি
ছবি: লেসলি ম্যাক্লিওড
৬ / ৭
বোলার হনুমান!
ছবি: অ্যান্ডি রোজ
৭ / ৭
দ্য রক স্টার!
ছবি: সঞ্জয় পাতিল