আগস্টে কত বাংলাদেশি পর্যটক ভারতে গেলেন

ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহল
ফাইল ছবি: রয়টার্স

চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারতে গেছেন। তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসাবে আগস্টেও শীর্ষে ছিল বাংলাদেশ।

৬ ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয় আগস্ট মাসের এ পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখান থেকে জানা যায়, ৯৯ হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন, যা গত জুলাইয়ের চেয়ে প্রায় ৫৮ হাজার কম। ২০২৪ সালের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি (দুই লাখের বেশি) বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুনে।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত আগস্টে ৬ লাখ ৩৬ হাজার ২৭৭ জন পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কম এবং করোনা-পূর্ববর্তী সময়, অর্থাৎ ২০১৯ সালের আগস্টের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ কম। আর গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যটকের এ সংখ্যা ছিল ৬১ লাখ ৯০ হাজার ৭৬১। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি, তবে তা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ কম।

গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে পর্যটকের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ যথাক্রমে বাংলাদেশ (২০ দশমিক ৭৭ শতাংশ), যুক্তরাষ্ট্র (১৭ দশমিক ৪১ শতাংশ), যুক্তরাজ্য (১০ দশমিক ৮ শতাংশ), কানাডা (৪ দশমিক ৩৩ শতাংশ) ও অস্ট্রেলিয়া (৪ দশমিক ১৪ শতাংশ)।

যশোরের বেনাপোল ইমিগ্রেশন ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, ৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা-দিল্লি সম্পর্ক। জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত, যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে দেশটির পর্যটন খাত। আগস্টের মতো গত তিন মাসে বাংলাদেশি পর্যটক আরও কমেছে বলেই ধারণা করছে পর্যটন–সংশ্লিষ্টরা।