মারমেইড বিচ রিসোর্টে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব
কক্সবাজার সমুদ্রসৈকতের উন্মুক্ত স্থানে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতে (থার্টি ফার্স্ট নাইটে) কোনো অনুষ্ঠানের আয়োজন থাকছে না। তবে দিনটি উপলক্ষে মারমেইড বিচ রিসোর্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্যাঁচার দ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টে বর্ষবরণ উৎসবেরও আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশি-বিদেশি একাধিক তারকা সংগীতশিল্পীরা।
মারমেইড বিচ রিসোর্টে এমনিতেই বিদেশি পর্যটকদের সমাগম থাকে বেশি। এবারের থার্টি ফার্স্ট নাইটে মারমেইড কর্তৃপক্ষ আয়োজন করতে যাচ্ছে বিদেশি তারকা শিল্পীদের নিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব।
রিসোর্টের ভেতরে ৩০০ ফুট লম্বা সুইমিংপুলের পশ্চিম পাশে উন্মুক্ত বালিয়াড়িতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ। সমুদ্রের পানিতেও ভাসছে নৌকা আর কাঁকড়াসহ বিভিন্ন ভাষ্কর্য। পুরো রিসোর্টে করা হয়েছে আলোকসজ্জা।
মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) রেক্সি ডমিনিক গমেজ বলেন, কক্সবাজারে এখন দেশি-বিদেশি পর্যটকের ঢল নেমেছে। তবে এখানে সমুদ্রসৈকত ছাড়া বিনোদনের তেমন কিছু নেই।
কক্সবাজারকে জনপ্রিয় করে বিশ্বদরবারে তুলে ধরতে মারমেইড কর্তৃপক্ষ বিদেশি তারকা শিল্পীদের নিয়ে থার্টি ফার্স্ট নাইটের উৎসব আয়োজন করছে। রিসোর্টের অতিথি ছাড়া কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকদের উৎসবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।