‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর, ট্যুরিজম বোর্ডের এই আয়োজনে যা যা থাকছে
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে চার দিনের এই উৎসব শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ভ্রমণ ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়াও এতে থাকবে কারুশিল্প ও ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্টল।
উৎসবটি নিয়ে ধারণা দিতে আজ মঙ্গলবার আগারগাঁওয়ে ট্যুরিজম বোর্ডের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও বাংলাদেশ ফেস্টিভ্যালের সহযোগী আয়োজক স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল আরেফিন কথা বলেন। তাঁরা জানান, উৎসবটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা এতে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।
চার দিনের উৎসবে এয়ারলাইনস, হোটেল-রিসোর্ট, বিনোদন পার্ক, পর্যটকবাহী নৌযান, ট্রাভেল এজেন্ট ও ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের পণ্য ও সেবায় দর্শনার্থীদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকবে। আয়োজনে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি ও পর্যটন সম্পদ সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন। প্রতিটি জেলার বিভিন্ন পর্যটন স্থানের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী থাকবে।
বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট’ বা পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। দিবসটি উপলক্ষে দেশের চা-পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, পরিবহন, পর্যটনে বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন খাতে মানবসম্পদ উন্নয়ন, পর্যটনশিল্পে নারীর অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া সাংস্কৃতিক পর্বে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন গম্ভীরা, গাজীর পট, পথনাট্য, বাউল গান ও পুঁথিপাঠের আসর।