দার্জিলিং ভ্রমণে গেলে এবার থেকে দিতে হবে পর্যটক কর
ভারতে বেড়াতে যাওয়া বাংলাদেশিদের অন্যতম প্রিয় গন্তব্য দার্জিলিং। মধুচন্দ্রিমা কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে হুল্লোড় করে বেড়ানো—পশ্চিমবঙ্গের এই শৈলশহর যেন আমাদেরও আপন এক গন্তব্য। এবার এই শহর ভ্রমণে বসতে চলেছে পর্যটক কর। ২৭ নভেম্বর নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দার্জিলিং পৌরসভা।
দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরি হিন্দুস্তান টাইমসকে বলেছেন, পর্যটক কর সংগ্রহের কার্যক্রম দ্রুতই চালু করা হবে। ইতিমধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে কর সংগ্রহের দায়িত্বও দেওয়া হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা প্রতিটি হোটেল থেকে এই টাকা সংগ্রহ করবে। হোটেলগুলোতে এই নতুন করের কুপন পাঠানো হচ্ছে।
পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে, শহর পরিচ্ছন্ন রাখতে ময়লা-আবর্জনা সরানোর জন্য এই টাকা নেওয়া হচ্ছে। দার্জিলিংয়ে প্রচুর পর্যটক আসছেন। যে কারণে সেখানে নোংরাও খুব হচ্ছে। এই আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পৌরসভার প্রচুর টাকা খরচ হচ্ছে। সেই খরচের বোঝা কমাতেই এই টাকা নেওয়া হবে।
এই পর্যটক কর নতুন নয়। এর আগে ২০০৮ সালে পৌরসভার পক্ষ থেকে এই কর নেওয়া শুরু হয়। শুরুতে নেওয়া হতো জনপ্রতি ৩ রুপি, তারপর বেড়ে হয় ১০ রুপি। কিন্তু হোটেল কর্তৃপক্ষের অসহযোগিতা ও কর সংগ্রহ প্রক্রিয়া জটিল হওয়ার কারণে তা বন্ধ হয়ে যায়। মধ্যে কয়েক বছর বন্ধ থাকার পর আবার তা শুরু করা হচ্ছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে, পাঁচ বছরের ঊর্ধ্বে পর্যটকদের থেকে মাথাপিছু ২০ রুপি এই কর নেওয়া হবে। তবে হোটেল কর্তৃপক্ষ দাবি জানিয়েছে, দার্জিলিংয়ের বিভিন্ন প্রবেশমুখে কর সংগ্রহের কাজটি করতে। কিন্তু পৌরসভা বলছে, প্রবেশমুখে অর্থ সংগ্রহ করতে গেলে দীর্ঘ যানজটের আশঙ্কা আছে।
প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক দার্জিলিংয়ে ঘুরতে যান। সেখানে প্রায় ৪০০ হোটেল রয়েছে।