কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিরুলিয়া জমিদারবাড়ি

সাভারের বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার রজনীকান্ত ঘোষের বিরুলিয়া জমিদারবাড়ি। জায়গাটি ঘুরে এসেছেন আলোকচিত্রী সুমন ইউসুফ

১ / ১২
বিরুলিয়া জমিদারবাড়ির বাইরের একাংশ
ছবি : সুমন ইউসুফ
২ / ১২
জমিদারবাড়ির কারুকার্যময় নকশা করা বৈঠক ঘরের একাংশ
ছবি : সুমন ইউসুফ
৩ / ১২
জমিদারবাড়ির ভবনের কারুকাজের নানা অংশ মনে করিয়ে দেয় শত বছরের আভিজাত্য। ভবনের নানা অংশ এখনো সেই সময়কার ইতিহাসের সাক্ষী হয়ে আছে
ছবি : সুমন ইউসুফ
৪ / ১২
জমিদার রজনীকান্ত ঘোষের একমাত্র বৈঠক ঘর। যেটিতে এখন স্থানীয় একটি পরিবার বসবাস করছে
ছবি : সুমন ইউসুফ
৫ / ১২
বিরুলিয়া জমিদারবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বিশাখা সাহা
ছবি : সুমন ইউসুফ
৬ / ১২
সাভারের বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে এই জমিদারবাড়ির অবস্থান
ছবি : সুমন ইউসুফ
৭ / ১২
এই জমিদারবাড়ি শুধু একটি ঐতিহাসিক ভবনই নয়, এটি সাভারের সমৃদ্ধ অতীত, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের রেখে যাওয়া চিহ্ন।
ছবি : সুমন ইউসুফ
৮ / ১২
জমিদারবাড়িটির সামনের অংশ টিকে থাকলেও পেছনের অংশ এখন ধ্বংসের পথে
ছবি : সুমন ইউসুফ
৯ / ১২
ভবনগুলোতে জমিদারের বংশধরদের কেউ কেউ এখনো বাস করছেন।
ছবি : সুমন ইউসুফ
১০ / ১২
যদিও শত বছরের বেশি পুরোনো বাড়িটি বর্তমানে বসবাসের জন্য বেশ ঝুঁকিপূর্ণ
ছবি : সুমন ইউসুফ
১১ / ১২
জমিদারবাড়ির মূল ভবনের জানালাগুলো মোগল স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছিল। প্রতিটি ভবনে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের জন্য রয়েছে একাধিক জানালা।
ছবি : সুমন ইউসুফ
১২ / ১২
এই বাড়ির দেয়াল ফুল, পাখি, লতাপাতার নকশায় সজ্জিত
ছবি : সুমন ইউসুফ