সাগরকোলের বিচ্ছিন্ন দ্বীপ দুবলার চর এখন কেমন? দেখে নিন ১০ ছবিতে
মাছ ধরতে দুবলার চরে এখন হাজারো জেলে। সাগরকোলের বিচ্ছিন্ন দ্বীপে তাঁরা গড়ে তুলেছেন শুঁটকিপল্লি। তাঁদের ঘিরে বসেছে বাজার, এসেছেন ডাক্তার আর নাপিত। এর মাঝেই রাস উৎসবে যোগ দিতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সব মিলিয়ে বহু মানুষের পদচারণে মুখর এখন দুবলার চর। কিন্তু মাস পাঁচেক পরই ঘরে ফিরে যাবেন তাঁদের সবাই, দ্বীপটি হয়ে পড়বে জনশূন্য, নির্জন। রাসের মাঝেই দুবলার চর ঘুরে এলেন সজীব মিয়া
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০