রোজ ডে–তে দেখে নিন গোলাপ গ্রামের ছবি ও জেনে নিন কিছু তথ্য

প্রেম নিবেদনের কথা এলে গোলাপের কথাই মনে পড়ে প্রথমে। আজ রোজ ডে, গোলাপের দিন। তবে বছরের বাকি দিনগুলোও এই ফুল মুগ্ধ করে সমানভাবে। আর শীতের সকালে মন ভালো করতে যেতে পারেন খোদ গোলাপ গ্রাম সাভারের বিরুলিয়ায়। এই এলাকার ফসলি জমিতে তো বটেই, প্রায় প্রতিটা বাড়ির আঙিনায় ফুটে আছে গোলাপ। তাই এলাকার নাম হয়ে গেছে গোলাপ গ্রাম। ঢাকা থেকে সামান্য দূরেই সাদুল্লাহপুর, সেখানেই গড়ে উঠেছে গোলাপ গ্রাম। সরু আলপথ ধরে যেতে হয় গোলাপ গ্রামে। শুধু গোলাপ নয়, এখন হলুদ গাঁদাও চাষ করা হয় এই এলাকায়। গত রোববার খুব সকালে গোলাপ গ্রাম ঘুরে ছবি তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন

১.

খুব ভোরে উঠে ফুলচাষি যাচ্ছেন বাগানে কাজ করতে।

২.

বাগানজুড়ে লাল গোলাপ।

৩.

গোলাপের পাশাপাশি গ্ল্যাডিওলাসসহ অন্যান্য ফুলের চাষাবাদ হচ্ছে।
Sabina Yasmin

৪.

বাগানের কোনায় হাসছে সূর্যমুখী ফুল।

৫.

বাহারি রঙের গ্ল্যাডিওলাস।

৬.

সকালেই ফুল তোলেন ফুলচাষিরা।

৭.

সকাল থেকে বিকেল সারা বেলা লোকজন ফুল দেখতে আসে এই গ্রামে।

৮.

সফল ফুলচাষি নজরুল।

৯.

পরিবারের ছোট সদস্যরাও ফুলের খেতে কাজ করে।

১০.

ফুলের ব্যান্ড মাথায় পরে ছবি তুলতে ব্যস্ত সবাই।