২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দুই যুগে সূর্য উৎসব, কেমন হলো এবারের আয়োজন, দেখুন ছবিতে

বছরের প্রথম সূর্যোদয় দেখার আয়োজন—সূর্য উৎসব। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের এই উৎসবে থাকে দেশের অপ্রচলিত জায়গায় ঘুরতে যাওয়া, অ্যাডভেঞ্চার ক্যাম্প, টেলিস্কোপে গ্রহ-তারা দেখা, স্কুল পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান উৎসবের মতো আয়োজন। এসব নিয়েই নানা বয়সী মানুষের এক মিলনমেলা সূর্য উৎসব শুরু হয় ২০০১ সালে। এ বছর উৎসবটি পূর্ণ করল দুই যুগ। এবারের উৎসব হলো মানিকগঞ্জের দৌলতপুরে। ছবিতে দেখুন সূর্য উৎসবের বিভিন্ন মহূর্ত...

১ / ৮
জাদু প্রদর্শনী
ছবি: আশরাফুল কবীর
২ / ৮
স্কুল শিক্ষার্থীদের সঙ্গে আয়োজকেরা
ছবি: আশরাফুল কবীর
৩ / ৮
সন্ধ্যায় পিঠা-পর্ব
ছবি: আশরাফুল কবীর
৪ / ৮
এভারেস্ট বেজক্যাম্প ট্রেকিংয়ের গল্প শোনাচ্ছেন লালন সিদ্দিকী
ছবি: আশরাফুল কবীর
৫ / ৮
সূর্য মুকুট বানাচ্ছেন অংশগ্রহণকারীরা
ছবি: আশরাফুল কবীর
৬ / ৮
নতুন বছরের সূর্যবরণ করতে শামিল সবাই
ছবি: আশরাফুল কবীর
৭ / ৮
সূর্য–মুকুট পরে সূর্যবরণ
ছবি: আশরাফুল কবীর
৮ / ৮
টেলিস্কোপে গ্রহ-নক্ষত্র দেখার আয়োজন
ছবি: আশরাফুল কবীর