সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ‘কুলিং আর্থ’
বিশ্ব পরিবেশ দিবসে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হলো ‘কুলিং আর্থ’ নামে প্রচারণা। তরুণদের পরিবেশ রক্ষায় সচেতন করতে এই অনুষ্ঠানে ছিল কর্মশালা, নাটক, আলোচনা সভা, পরিবেশবান্ধব উপকরণ দিয়ে চিত্রাঙ্কন।
গতকাল ৫ জুন মানুষের জন্য ফাউন্ডেশনের অলোক হলরুমে দিনব্যাপী এই আয়োজনে দেশের ১৫টি সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ভ্রমণকন্যা—ট্রাভেলেটস অব বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন। এতে সহযোগিতা করে বৈশ্বিক বেসরকারি সংস্থা মাস্টারপিস গ্লোবাল ও ভারতের কালচার মঙ্কস।
আয়োজনের শুরুতে পরিবেশ রক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর একক নাটক ‘চিৎকার’ নিয়ে হাজির হন সুমনা আক্তার। আলোচনা সভায় বৈশ্বিক উষ্ণায়ন রোধে করণীয় নিয়ে বক্তারা কথা বলেন। এরপরই ছিল কর্মশালায় অংশগ্রহণকারীদের নিয়ে আকর্ষণীয় পর্ব ‘ইকো-ক্যানভাস ক্রিয়েশনস’। এই পর্বে তরুণেরা ক্যানভাসে রংতুলিতে ফুটিয়ে তোলেন তাঁর স্বপ্নের সবুজ পৃথিবী।
অনুষ্ঠানের অনলাইন প্রচারণায় পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় বিজয়ীদের নামও গতকাল ঘোষণা করা হয়। এরপর বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও উপহার হিসেবে গাছের চারা তুলে দেন লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। এই পর্বে ভারতের নাগাল্যান্ডের জনপ্রিয় গিটারিস্ট ও মাস্টারপিস সিওও লিডারস কর্মসূচির বিশ্বদূত ইমনাইনলা জামির গান শোনান। সঙ্গে ছিলেন জামিরের সহশিল্পী সেইয়েভিনও চুঝো।