৫ প্রশ্নে জেনে নিন, চাকরি না মাস্টার্স, কোনটি আপনার জন্য

চাকরি করব, না মাস্টার্স ডিগ্রি নেব—আপনিও যদি এই দোটানায় থাকেন, তাহলে কোন কোন বিষয় আমলে নেবেন? কোন পথেই–বা পা বাড়াবেন? এই কুইজের মাধ্যমে হয়তো একটা ধারণা পাবেন।

১. নিচের কোনটিকে আপনি অগ্রাধিকার দেবেন?

ক) ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন ও বেতন (১ পয়েন্ট)

খ) একটি নির্দিষ্ট ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন ও বিশেষ দক্ষতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া (২ পয়েন্ট)

২. শেখার কোন ধরনটি আপনার পছন্দ?

ক) হাতে-কলমে শেখা (১ পয়েন্ট)

খ) গবেষণা, পরীক্ষা, কোর্সওয়ার্ক ইত্যাদি (২ পয়েন্ট)

আরও পড়ুন

৩. আপনার আর্থিক অবস্থা কেমন?

ক) নিজেকে স্বাবলম্বী করে তুলতে যত দ্রুত সম্ভব অর্থ উপার্জন শুরু করতে চান (১ পয়েন্ট)

খ) এখন উপার্জন শুরু না করে আরও কিছুদিন পড়ালেখা চালিয়ে যাওয়ার মতো আর্থিক ও পারিপার্শ্বিক সামর্থ্য আপনার আছে (২ পয়েন্ট)

৪. কর্মজীবনের লক্ষ্য কী?

ক) কাজ শুরু করতে চান, অভিজ্ঞতা অর্জন করতে চান এবং ক্যারিয়ারের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চান (১ পয়েন্ট)

খ) বিশেষ কোনো কাজ করতে চান, উন্নত ডিগ্রি নিতে চান, শিক্ষকতা বা গবেষণা করতে চান (২ পয়েন্ট)

৫. কোন চ্যালেঞ্জ আপনাকে রোমাঞ্চিত করে?

ক) অফিসের নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া (১ পয়েন্ট)

খ) নিজের পড়ার বিষয় সম্পর্কে আরও গভীরভাবে জানা (২ পয়েন্ট)

ফলাফল বিশ্লেষণ

উত্তরের পাশে দেওয়া নম্বরগুলো যোগ করুন। যোগফল ৫ থেকে ৭ হলে চাকরির পথে পা বাড়ানোই মনে হয় আপনার জন্য উত্তম। আপনি ব্যবহারিক দক্ষতা অর্জনে বেশি আগ্রহী। বাস্তব দুনিয়ার অভিজ্ঞতা আপনার শিক্ষা ও অভিজ্ঞতার ঝুলি আরও ভারী করবে। আর যোগফল যদি ৮ থেকে ১০ হয়, তাহলে মাস্টার্স ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে পারেন। জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে গবেষণানির্ভর সুযোগ গ্রহণের চেষ্টা করুন।