২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এই ৫ ক্রিকেটারের কার কত টাকা

একটা সময় ক্রিকেট ছিল শুধুই খেলা। প্রচণ্ড আবেগ আর ভালোবাসা থেকে মাঠে নামতেন খেলোয়াড়েরা। সময় বদলেছে, দর্শকের ভালোবাসার পাশাপাশি এখন অনেক টাকাও দেয় ক্রিকেট। মডেলিং, এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন প্রভৃতির দৌলতে একেকজন ক্রিকেটার এখন অনেক সম্পদেরও মালিক। বিরাট কোহলির কথা তো কমবেশি সবারই জানা। এর বাইরে বর্তমান সময়ের আরও কয়েকজন খেলোয়াড়ের টাকার পরিমাণ জেনে নিন।

প্যাট কামিন্স

প্যাট কামিন্স ধনী ক্রিকেটারদের তালিকায় ওপরের দিকে আছেন
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ধনী ক্রিকেটারদের তালিকায় ওপরের দিকে আছেন। আইপিএল ও বিগ ব্যাশের প্রতি মৌসুমেই তাঁকে দলে ভেড়াতে টানাটানি করে দলগুলো। ২০২০ সালে সাড়ে ১৫ কোটি রুপির বিনিময়ে তাঁকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের সর্বকালের দামি ক্রিকেটারদের ছোট্ট তালিকায় ওঠে তাঁর নাম। অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের অধিনায়ক তিনি। বর্তমানে এই ক্রিকেটারের সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার। টাকার মূল্যে যা প্রায় ৪৫১ কোটি টাকা।

রোহিত শর্মা

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা আছেন বেশি আয় করা ক্রিকেটারদের তালিকায়
ছবি: এএফপি

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার আরেক পরিচিতি ‘হিটম্যান’। ২২ গজে তাঁর মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান এখন খুব কমই আছেন। একদিনের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছে ৩টি ডাবল সেঞ্চুরি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে রয়েছে ৭টি সেঞ্চুরি। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মার ঝুলিতে চমৎকার সব ইনিংস বাদেও রয়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার। টাকার মূল্যে প্রায় ২৮৬ কোটি টাকার মালিক রোহিত।

স্টিভ স্মিথ

ধনী ক্রিকেটারের তালিকায় আছেন স্টিভ স্মিথ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটারও রয়েছেন ধনী ক্রিকেটারের তালিকায়। আইপিএল, বিপিএল, পিএসএলের পরিচিত মুখ স্মিথকে ধরা হয় বর্তমান সময়ের সেরা টেকনিক্যাল ব্যাটসম্যান। ২০১৮ সালে বল টেম্পারিং–কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধও ছিলেন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরে সেই পুরোনো স্মিথকেই দেখা গেছে ২২ গজে। বর্তমানে এই ক্রিকেটারের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ডলার, টাকার হিসাবে ৩৩০ কোটি।

আরও পড়ুন

আন্দ্রে রাসেল

১ কোটি ৬০ লাখ ডলারের মালিক আন্দ্রে রাসেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

টি-২০ যুগের ফেরিওয়ালা বলতে যদি কাউকে বোঝানো হয়, তবে একবাক্যে আসবে আন্দ্রে রাসেলের নাম। বিশ্বের এমন কোনো টি-২০ লিগ নেই, যেখানে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের পা পড়েনি। তাঁর বিশাল সম্পদের বেশির ভাগই এসেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়লেও টি-২০ লিগ থেকে নিয়মিত ডাক আসে তাঁর। মোট ১৭৬ কোটি টাকার (১ কোটি ৬০ লাখ ডলার) মালিক আন্দ্রে রাসেল, এখনো টি-২০ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয়।

ডেভিড মিলার

আইপিএল হোক বা বিপিএল, ডেভিড মিলার আয় করেন কাড়ি কাড়ি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আইপিএল হোক বা বিপিএল, ডেভিড মিলার সেখানে এক পরিচিত নাম। দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার ব্যাটসম্যান তাঁর মোট সম্পদের বেশির ভাগই আয় করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ থেকে। বর্তমানের তাঁর মোট সম্পদের পরিমাণ দেড় কোটি ডলার, টাকায় পরিমাণটা ১৬৫ কোটি।