আইবিডিপি পরীক্ষায় তানজিফ পেয়েছেন ৪৫-এ ৪৫
ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট ডিপ্লোমা প্রোগ্রাম ২০২২ (আইবিডিপি)-এ পূর্ণ নম্বর পেয়েছেন তানজিফ আলম চৌধুরী। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) এই শিক্ষার্থী পেয়েছেন ৪৫-এ ৪৫! ভালো ফলের সুবাদে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগও পেয়ে গেছেন তিনি।
আইবিডিপি হলো ১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের মূল্যায়নের একটি পরীক্ষা। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক, সামাজিক, শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে আইবিডিপির দুই বছর মেয়াদি পাঠক্রমটি সাজানো হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো এই প্রোগ্রামকে স্বীকৃতি দেয়। প্রতিবছর মে মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট পাঠক্রম অনুসরণ করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) শিক্ষার্থীদের জন্য আইবি প্রাইমারি ইয়ার্স প্রোগ্রাম (পিওয়াইপি), আইবি মিডল ইয়ার্স প্রোগ্রাম (এমওয়াইপি) এবং আইবি ডিপ্লোমা প্রোগ্রাম পরিচালনা করে। স্কুলটির পরিচালক থমাস ভ্যান ডের উইলেন বলেন, ‘সামগ্রিক, পারসোনালাইজড এবং টেকসই শিক্ষাপদ্ধতির মাধ্যমে আগামীর বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই আইএসডির মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সাম্প্রতিক অর্জনে আমরা আনন্দিত। তানজিফের ভবিষ্যতের জন্য শুভকামনা।’
পরিবারের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন তানজিফ। ব্রাউনে পড়ার সুযোগ সম্পর্কে তাঁর বক্তব্য, ‘একটি স্কুল থেকে আমি যা কিছু আশা করি, তার সবকিছুই ব্রাউনে আছে। এখানকার ওপেন কারিকুলাম সম্পর্কে আরও ভালোভাবে জানতে এবং কোর্স বাছাই করতে মুখিয়ে আছি। নিজের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা পেয়ে আমি খুবই আনন্দিত।’