২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সাদা পোশাকের সাজ

সাদায় অনবদ্য। মডেল: জান্নাতুল পিয়াকবির হোসেন

নিষ্পাপ কিন্তু শক্তিশালী। কালো রঙে যেমন সব আছে, তেমনি সাদা রঙের মাঝেও সবকিছু আছে। তাদের সৌন্দর্য পরম। নিখুঁত সম্প্রীতি। ডিজাইনার কোকো শ্যানেল সাদা রঙের প্রতি তার ভালোবাসা বুঝিয়েছেন এভাবেই।

মডেল: জান্নাতুল পিয়া
কবির হোসেন

শান্তি, আরাম, পবিত্র, নিষ্পাপ এ রকম অনেক শব্দই সাদা রংটির প্রতীক। এই রঙে আভিজাত্যময় ও সুরুচিপূর্ণ ভাবে নিজেকে সাজিয়ে তোলা সম্ভব। এখানেই সাদার অসাধারণত্ব। যেকোনো জায়গায় যে কোনো সময় আর পরিবেশে মানিয়ে যায় চমৎকারভাবে। সাজেও আনা যায় ভিন্নতা।

সাজে মনোটোন ফুটিয়ে তুলতে চাইলে অন্য কোনো রং আনা যাবে না। তবে খুব বেশি সাধারণ যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সাদার সঙ্গে সব রংই মানিয়ে যাবে অনায়াসে।

মডেল: জান্নাতুল পিয়া
কবির হোসেন

আভিজাত্যের ঔজ্জ্বল্য আনতে সাদা পোশাকের সঙ্গে চাঁপা সাদা, বাদামি, খাকি, ছাই/ধূসর কিংবা হালকা হলুদ রং বেছে নেওয়ার পরামর্শ দিলেন ডিজাইনার মাহিন খান। যাদের বয়স কম তারা উজ্জ্বল রঙের দিকে ঝুঁকতে পারেন।

এ রঙের পোশাকের সঙ্গে মেকআপ করা নিয়ে রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘সাদা রং মানুষের সম্পূর্ণ সৌন্দর্য প্রতীয়মান করতে পারে। গায়ের রং যেমনই হোক না কেন সাদা মানিয়ে যায় সবাইকেই।’ সাদা পোশাকের সঙ্গে হালকা, গাঢ় সব ধরনের সাজই মানায়। মেরুন লিপস্টিক কিংবা হালকা বাদামি বা বাঙ্গি রংও বেশ মানানসই। পরিবেশ ও সময়টা গুরুত্বপূর্ণ।

মডেল: জান্নাতুল পিয়া
কবির হোসেন

চাপা গায়ের রং যাদের, মানাবে না বলে সাদা রঙের পোশাক এড়িয়ে যান। খুবই ভুল এই ধারণা। কারণ সাদা রং চেহারায় প্রতিফলিত হয়। উজ্জ্বল আভা চলে আসে চেহারায়। সতেজ লাগে দেখতে। সাধারণ ও অসাধারণ দুভাবেই নিজেকে উপস্থাপন করা যায় সাদার মাধ্যমে।

সাধারণভাবে নিজেকে উপস্থাপন করতে চাইলে নরম, হালকা টোনের মেকআপে যাওয়া উচিত। জমকালো ভাব আনতে চাইলে ভারী মেকআপ করুন। লাল, কমলা, কফি, মেরুন, ম্যাজেন্টা যেকোনো রঙের লিপস্টিক ব্যবহার করা যাবে। চোখের সাজটাও ভারী করতে পারবেন।

মডেল: জান্নাতুল পিয়া
কবির হোসেন

তবে কোনো একটা অংশের মেকআপ একদম হালকা রাখুন। গয়নার ক্ষেত্রে মুক্তা সবচেয়ে বেশি মানায় বলে মনে করেন আফরোজা পারভীন। তবে আপনি চাইলে যে কোনো ধরনের গয়নাই ফুটিয়ে তুলতে পারবেন সাদা পোশাকের সঙ্গে।