দেখুন আনুশকা–কারিনা–বিপাশাদের বিয়ের কার্ড

মেহেদির ডিজাইন থেকে শুরু করে গায়েহলুদের পোশাক, বিয়েবাড়ির অন্দরসজ্জা, কারা দাওয়াত পেলেন, কী খাওয়ানো হলো, কে কী পোশাক পরলেন—তারকাদের বিয়ের প্রতিটি মুহূর্তই ভক্তরা জানতে চান। চলছে বিয়ের মৌসুম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতি স্ক্রলেই ভেসে উঠছে পরিচিত ব্যক্তিদের বিয়ের হাসিমুখ। এমন সময়ে একনজরে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের আলোচিত বিয়ের দাওয়াতের কয়েকটি কার্ড।
১ / ১০
২০১৬ সালের ৩০ এপ্রিল ধুমধাম আয়োজনে বিয়ে করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বিপাশা বাঙালি আর করণ পাঞ্জাবি। তবে বিয়ের কার্ডে নিজেদের ছবি ছাপানোর জন্য তাঁরা খ্রিষ্টীয় রীতি মেনে একটা নকল বিয়ের ফটোমুটের আয়োজন করেছিলেন। বিয়ের কার্ডে নিজেদের ছবি বসানোর জন্য আপনারাও নিজেদের পছন্দের সাজে একটা ফটোশুট করতেই পারেন। অথবা শিল্পীর তুলিতে আঁকিয়ে নিতে পারেন নিজেদের মুখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
আগে কোনো বিয়ের কার্ডের সঙ্গে মধু উপহার দিতে দেখেছেন? শহীদ কাপুর আর মীরা রাজপুত কিন্তু দিয়েছেন। তাঁদের বিয়ের কার্ডের সঙ্গে ছিল চার কৌটা মধু। শহীদ আর মীরা এর মাধ্যমে জানান দিতে চেয়েছিলেন যে তাঁরা সম্পর্কের শুদ্ধতায় বিশ্বাস করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
সোহা আলী খান আর কুনাল খেমুর বিয়ের কার্ডের মতো সাদামাটা বিয়ের কার্ড বলিউডে বোধ হয় আর একটিও নেই। কাগজের ওপর গোলাপি গোলাপ আঁকা, সোনালি অক্ষরে হার্ট শেপের ভেতর দুজনের নাম লেখা আর বিয়ের তারিখ। ব্যস, এটুকুই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
২০১৪ সালে ছোটবেলার বান্ধবী শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
বিয়ের নানা অনুষ্ঠান উপলক্ষে অন্তত ৬টি বিয়ের কার্ড বানিয়েছিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
প্রতিটি নেমন্তন্নপত্রই রাজকীয় মোটিফে তৈরি। এর ওপরে ছিল বর-কনের ক্যারিকেচার। তবে এ বিয়ে টিকেছিল মাত্র এক বছর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
সোনম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের কার্ডে গাছের সবুজ পাতা, নতুন কুঁড়ি আর ফুলের মাধ্যমে বোঝানো হয়েছে নতুন জীবনের শুরু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
রিচা চাড্ডা আর আলী ফজলের বিয়ের নেমন্তন্নপত্র আপনাকে দেবে ‘রেট্রো ফিলিং’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ের দাওয়াতের কার্ড হয়েছে মুসলিম বিয়ের আদলে। রাজকীয়তার কমতি ছিল না সেখানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
আনুশকা শর্মা আর বিরাট কোহলির বিয়ের কার্ডকে কার্ড না বলে উপহারের বাক্স বলা ভালো। নেমন্তন্নপত্রের সঙ্গে ছিল নানা উপহার। এর ভেতর ছিল চকলেট, গাছের বীজও
ছবি: ইনস্টাগ্রাম থেকে