মেহজাবীন–আদনানের গায়েহলুদের ছবি দেখুন

একে একে বিয়ের বিভিন্ন আয়োজনের ছবি প্রকাশ করছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা–প্রযোজক আদনান আল রাজীব। ১৩ বছর প্রেমের পর এই জুটি বিয়ে করলেন গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। ২৩ ফেব্রুয়ারি ছিল গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি ছিল বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ে, মেহেদী, সংবর্ধনার পর মেহজাবীন আজ ৫ মার্চ প্রকাশ করলেন বহু আকাঙ্ক্ষিত গায়েহলুদের ছবি।

১ / ১৬
একে একে বিয়ের বিভিন্ন আয়োজনের ছবি প্রকাশ করছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ে, মেহেদী, সংবর্ধনার পর এবার প্রকাশ করলেন বহু আকাঙ্ক্ষিত গায়েহলুদের ছবি
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
২ / ১৬
মজার ব্যাপার হলো, গায়েহলুদে মেহজাবীন বা প্রযোজক ও পরিচালক বর আদনান আল রাজিব কেউই পরেননি হলুদ বা এর কাছাকাছি কোনো রঙের পোশাক
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৩ / ১৬
ট্রেন্ডের বিপরীতে গিয়ে মেহজাবিন পরেছেন জমকালো লাল শারারা সেট
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৪ / ১৬
অন্যদিকে আদনান আল রাজীবের পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৫ / ১৬
হলুদ গায়ে না চাপালেও আবহ দেখে ঠিকই বোঝা যাচ্ছে, এটা হলুদেরই আয়োজন। সবুজ পাতার ফাঁকে শোভা পাচ্ছে হলুদ ফুল
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
আরও পড়ুন
৬ / ১৬
সিলিং থেকেও ঝোলানো হয়েছে সাদা আর হলুদ ফুল
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৭ / ১৬
খোলা চুলে সাদা গোলাপ গুঁজতে ভোলেননি
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৮ / ১৬
এক হাতে মেহেদীতে লিখেছেন, ‘আমার হৃদয় এখনো তোমার আর চিরকাল তোমারই থাকবে।’ অন্য হাতে বর-কনের ছবি
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
৯ / ১৬
আদনান আল রাজীব ছিলেন শ্বেত–শুভ্র
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১০ / ১৬
দুই হাতে বেলি ফুলের মালা জড়িয়েছেন মেহজাবিন
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
আরও পড়ুন
১১ / ১৬
পোশাকটি জমকালো হওয়ায় গয়না পরেননি বললেই চলে, গলায় কোনো অলংকারও ছিল না
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১২ / ১৬
মেহজাবীনের মেকআপ ছিল একেবারেই মিনিমালিস্টিক। তাঁকে সাজিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট জাহিদ খান
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১৩ / ১৬
হাতের আঙুলে জ্বলজ্বল করছে বাগদানের হীরার আংটি। কানে ঝুমকা। কাজল, হালকা লিপস্টিক, কপালে ছোট্ট টিপ
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১৪ / ১৬
মেহজাবীন–আদনানের বিয়ের সব আয়োজনের সাজসজ্জার দায়িত্বে ছিল ‘ব্লিটজ’। হলুদে বর-কনের বসার আয়োজন করা হয় বেতের সোফায়
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১৫ / ১৬
যেন হলুদ ফুলের বাগানে বসে আছেন হাস্যোজ্জ্বল লাল কনে
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
১৬ / ১৬
মেহজাবীনের ভক্তদের মতো তারকা অভিনেতা সিয়াম আহমেদও ইনস্টাগ্রামে এসব ছবির নিচে মন্তব্য করেছেন, ‘কী সুন্দর!’
ছবি: রেমিনিসেন্স ফটোগ্রাফি
আরও পড়ুন