অক্ষতার পোশাক নিয়ে যত মাথাব্যথা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর ঋষি সুনাক প্রথমবারের মতো জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করছেন, সঙ্গে আছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী অক্ষতা মূর্তি। ‘ভোগ ইন্ডিয়া’র ডিজিটাল সংস্করণে চলছে অক্ষতার ভারত সফরের পোশাকের আলোচনা। এক নজরে দেখে নেওয়া যাক সেসব...
কম দামি, টেকসই, নারী উদ্যোক্তাদের পোশাক
অক্ষতা যেসব পোশাক পরেছেন, এসবের প্রায় সবই নারী ডিজাইনারদের তৈরি। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ডিজাইনার মানিমেকালা ফুলার ও রিয়া ভট্টাচার্য দুটি পোশাকের ডিজাইন করেছেন। বাকি পোশাকগুলো টেকসই পরিবেশবান্ধব তবে অপ্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকে নেওয়া। মাত্র কয়েক হাজার টাকা দিয়েই কেনা যায় এসব পোশাক। তাই তো ‘ভোগ ইন্ডিয়া’র পোস্টের নিচে একজন লিখেছেন, ‘এসব পোশাকের আড়ালে তিনি নিজের ধনসম্পদ লুকাতে চান।’
তীব্র সমালোচনা ও স্টাইলিশ রাখার পরামর্শ
ভারত সফরে অক্ষতার পরা এসব পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ‘ভোগ ইন্ডিয়া’র পোস্টের নিচে আরেকজন লিখেছেন, ‘টাকা থাকলেই রুচি কেনা যায় না। আমরা কফি খেতে গেলেও এরচেয়ে সুন্দর জামাকাপড় পরে যাই।’
আরেকজন লিখেছেন, ‘তাঁর উচিত একজন ভালো স্টাইলিশ রাখা। যা খুশি তা–ই পরছেন, কোনো ফ্যাশন সেন্সের বালাই নেই।’
আরেকটি মন্তব্য এ রকম, ‘তাঁর তো ফিগার ভালো। অনেক সুন্দর সুন্দর পোশাক পরার সুযোগ ছিল। তাঁর ফ্যাশন সেন্সকে “গ্রেস মার্ক” দিয়েও পাস করানো যায় না। মাত্র একটাই শাড়ি পরেছেন, তা–ও দেখে ঘুম পাচ্ছে। এসব কোনো পোশাক হলো?’