২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সুতি শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি: সুনিধি নায়েক

সাদা রঙ সুনিধি নায়েকের বিশেষ প্রিয়। শাড়ি ও ব্লাউজ : যাত্রা, গয়না: কায়ান্তর।
ছবি : কবির হোসেন

শান্তিনিকেতনে থাকার সময় নিয়মিত শাড়ি পরতেন সংগীতশিল্পী সুনিধি নায়েক। ‘সেখানে তখন বারো মাসে তেরো পার্বণ। প্রতিটি উৎসবের ছিল আলাদা আলাদা আমেজ। আর আমরা যারা গান বা অভিনয়ে নিয়মিত অংশ নিতাম, তাদের শাড়ি পরাটা বাধ্যতামূলক ছিল। যে কারণে তখন অনেক শাড়ি সংগ্রহে রাখা হতো,’ বলছিলেন সুনিধি।

ন্যাচারাল ডাইয়ের প্রতি রয়েছে বিশেষ দুর্বলতা। শাড়ি ও ব্লাউজ : অরণ্য
ছবি : কবির হোসেন

তিনি জানান, শান্তিনিকেতনে থাকতে ন্যাচারাল ডাই, বাটিক আর কলমকারি শাড়ি পরতে ভালোবাসতেন। সাদা-কালো রঙের সুতিশাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।

ভালোবাসেন সুতি শাড়ি। শাড়ি : যাত্রা, ব্লাউজ :পটের বিবি
ছবি : কবির হোসেন

ঢাকায় আসার পর যদিও নিয়মিত শাড়ি পরা হয় না, তারপরও যেকোনো অনুষ্ঠান বা কনসার্টে শাড়ি পরার ধারাটা বজায় রাখার চেষ্টা করেন সুনিধি। ভালোবাসেন অরণ্য, যাত্রা আর খুঁতের শাড়ি।

একটু ব্যতিক্রমী কাটছাঁটের ব্লাউজ পরতে ভালোবাসেন। শাড়ি ও ব্লাউজ : পটের বিবি
ছবি : কবির হোসেন

তবে শাড়ির জমকালো নকশা একেবারেই অপছন্দ তাঁর। সুনিধি এক রঙা শাড়ির সঙ্গে একটু ব্যতিক্রমী কাটছাঁট আর নকশার ব্লাউজ পরতে ভালোবাসেন, ‘শান্তিনিকেতন মানেই ছিল উৎসব আর রঙের ছড়াছড়ি। আমাদের সাজ পোশাকেও থাকত সেই রঙের ছোঁয়া। যদিও ব্যস্ততার কারণে সেভাবে সেজে ওঠার সুযোগ পাই না। তবে তার মাঝেও চেষ্টা করি সেই আগের জীবনে ফিরে যাওয়ার।’