‘শেষের কবিতা’র লাবণ্যকে দেখে নিন নতুন করে

আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ‘শেষের কবিতা’র লাবণ্যর সাজপোশাক নিয়ে নকশার বিশেষ আয়োজনে এই সময়ের লাবণ্যকে সাজিয়েছিলেন কানিজ আলমাস খান। চলুন দেখে নিই কেমন ছিল সেই সাজ।

শেষের কবিতার লাবন্য
ছবি : কবির হোসেন

ঢাকাই জামদানি ও লম্বা বেণিতে স্নিগ্ধ লাবণ্য। এই আয়োজনে মডেল হয়েছিলেন নাদিয়া। শুটটি হয়েছিল ২০১৫ সালে ৫ মে।

স্নিগ্ধ লাবণ্য
ছবি : কবির হোসেন

অভিজাত বাঙালি পরিবারের মেয়ে হলেও প্রকৃতির স্নিগ্ধতা লাবণ্যর রূপে ছাপ ফেলেছিল। উল্টিয়ে আঁচড়ানো চুলে আঁটসাঁট করে বাঁধা খোঁপা। কানে ছোট টপ। লাবন্যর ব্যক্তিত্বে সাদামাটা ভাবের সঙ্গে আভিজাত্যের যে সমন্বয় ঘটেছে তা প্রকাশ করতে গিয়ে এই সাজ কানিজ আলমাস খানের কাছে যৌক্তিক মনে হয়েছে।

লম্বা বিনুনি ছাড়া অর্পূণ লাবণ্যর সাজ
ছবি : কবির হোসেন

টিপ আর কাজল ছাড়া যেন অর্পূণ লাবণ্যর সাজ। চুলে বেঁধেছেন লম্বা বেণি। হাতে শোভা পাচ্ছে সোনার দু গাছি চুড়ি। লাবণ্যর সাজ পোশাক সবকিছুতেই যেন ছিল বাঙালিয়ানার ছাপ।