এ বছরের অনুষঙ্গে ছিল নাটকীয়তা
২০২২ সালের নানা নকশার অনুষঙ্গের কারণে পুরো সাজে চলে এসেছিল ভিন্নতা
প্রচলিত ধারা ভেঙে শাড়ির মতো দেশীয় পোশাকের সঙ্গে কেডস পরার চল দেখা গেছে। কেডস পরেছেন বিয়ের কনেও। উৎসব-আয়োজনে নিজের সঙ্গে নেওয়া ছোট ব্যাগেও এসেছে ভিন্নধারা। একনজরে আজ দেখে নেওয়া যাক, বছরজুড়ে ফ্যাশনধারায় জনপ্রিয়তা পেয়েছে কোন কোন অনুষঙ্গ।
নানা ধরনের জুতায়
অনেক ধরনের জুতার মিশেল দেখা গেছে এ বছর। জুতা এবার বেশ রঙিন মেজাজ নিয়েই চলেছে পায়ে-পায়ে। রঙিন জুতা, মেটালিক রং, জুতায় বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবহার ছিল লক্ষণীয়। হিলের মধ্যে কিটেন, ক্লগ, লম্বা ব্লক হিল, প্ল্যাটফর্ম, নাগরা, মিউল, পয়েন্টেড টো হিল, ওয়েজেস প্রায় সব ধরনের হিলের মিশেলই দেখা গেছে। আমাদের এখানে জামদানি প্রিন্ট বা কাতান প্রিন্টের জুতার চল ছিল। কেডস পরেছে কিশোরী, তরুণীরা।
কেডস পায়ে
রোজকার গতিশীল জীবনে তো বটেই, বিয়ের কনেকেও কেডস পরতে দেখা গেছে এ বছর। বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেডের লেডিস কালেকশনের ইনচার্জ আয়েশা আক্তার জানালেন, হাল ফ্যাশনে একেবারে সাদা এবং একেবারে কালো রঙের স্নিকার চলছে বেশ। হালকা গোলাপি বা হালকা ধূসরের মতো রংও দেখা যাচ্ছে এখনকার স্নিকারে। কৃত্রিম লেদার, মেশ কিংবা টেক্সটাইলের তৈরি এসব জুতা আরামদায়ক। হালকা ও টেকসই এসব জুতায় রয়েছে ‘ট্রেন্ডি’ নকশা। উৎসব-আয়োজনেও তাই এমন জুতা বেছে নেওয়া হয়েছে অনায়াসেই।
সঙ্গে ছোট ব্যাগ
অভিনব ধারার ব্যাগ (ফেন্সি ব্যাগ) জায়গা করে নিয়েছে উৎসবের অনুষঙ্গ হিসেবে। অনলাইনভিত্তিক উদ্যোগ অহং-এর স্বত্বাধিকারী নিশাত ফেরদৌস জানালেন, উৎসব-অনুষ্ঠানে সঙ্গে নেওয়ার জন্য বৈচিত্র্যময় নকশার কাঠের ক্লাচব্যাগ জনপ্রিয়তা পেয়েছে এ বছর। তাঁর কাছে ফরমাশ দিয়ে পছন্দমতো নকশায় নিজের নাম লেখা বা নিজের প্রতিকৃতি আঁকা ক্লাচব্যাগ তৈরি করে নিয়েছেন অনেকেই। পছন্দের জামদানি শাড়ির রঙেই জামদানি মোটিফের ক্লাচব্যাগ গড়িয়ে নেওয়ার চলও দেখা গেছে। দেশজ কিংবা পাশ্চাত্য যেকোনো ধারার পোশাকের সঙ্গেই রিকশাচিত্রের বর্ণিল, ছন্দিত নকশার ক্লাচব্যাগ জনপ্রিয় হয়েছে। চৌকা ক্লাচব্যাগের পাশাপাশি ষড়ভুজাকৃতির ক্লাচব্যাগও বেছে নিয়েছেন অনেকেই। ২০২২ সালে ব্যাগের হাতল হিসেবে বড় বড় ব্র্যান্ডগুলো চেইনের ব্যবহার করেছে অনেক। পাশাপাশি উজ্জ্বল থেকে উজ্জ্বল রঙের ব্যাগ দেখা গেছে। এ বছরও ছোট ব্যাগের ব্যবহারই বেশি দেখা গেছে।
গয়নায় স্টাইল স্টেটমেন্ট
২০২২ সালে বিশ্বজুড়ে পোশাকের সঙ্গে বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল রঙের লকেট। চেইনের গয়নার চল জনপ্রিয় ছিল। নানা ডিজাইনের একাধিক চেইনের স্তর বেছে নিয়েছেন কেউ কেউ। নানান রকম ধাতু থেকে তৈরি গয়নার সমন্বয়ও দেখা গেছে। নানা আকারের মুক্তা দিয়ে তৈরির গয়নাও ছিল শীর্ষ তালিকাতেই। তা ছাড়া বড় আকারে ‘স্টেটমেন্ট পিস’ও ধরে রেখেছে জনপ্রিয়তা। আবার ছোট্ট, কিন্তু দেখতে সুন্দর—এমন পাথরের তৈরি গয়নাও পরেছেন অনেকে।