তাহসান–রোজার বিয়ের নতুন ছবি, জেনে নিন কোন ব্র্যান্ডের পোশাক পরেছেন কনে

বিয়ে করেছেন গায়ক–অভিনেতা তাহসান খান। কনে যুক্তরাষ্ট্র প্রবাসি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। গত শুক্রবার ছিল তাঁদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয় প্রথমে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শনিবার। সে সময় উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। আজ ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুরে রোজা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের আরও কিছু ছবি পোস্ট করেছেন। দেখে নিন এখানে...

১ / ৬
বছরের শুরুতেই সুখবর দিলেন গায়ক তাহসান। বিয়ে করেছেন তিনি। কনে যুক্তরাষ্ট্র প্রবাসি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। ৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তাঁরা।
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
২ / ৬
প্রকাশের পর থেকেই তাঁদের বিয়ের ছবি ভাইরাল। সবাই প্রশংসা করছে বর–কনের সাজপোশাকের।
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
৩ / ৬
নতুন বউকে নিয়ে পিয়ানো বাজাতে দেখা গেছে তাহসানকে। রোজার পরনে চাপা সাদা রঙের শাড়িতে নকশিকাঁথার কাজ। শাড়িটি ফ্যাশন হাউস আড়ং থেকে নেওয়া।
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
৪ / ৬
রোজার শাড়ির সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি বেছে নিয়েছেন তাহসান। অলওভার স্ক্রিনপ্রিন্ট করা পাঞ্জাবির ওপরে নকশিকাঁথার কাজ।
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
৫ / ৬
হালকা মেকআপ আর সোনার গয়না পরে সেজেছিলেন কনে। খোলা চুলের ওপর ছিল ওড়না।
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে
৬ / ৬
মেহেদিরাঙা কনের হাত। ছবিগুলোর সঙ্গে রোজা লিখেছেন, ‘আই ফাউন্ড আ ম্যান হু ইজ গ্রেসফুল। হি ওয়ান্টেড ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ ফর লাইফ। আই প্রমিজ হিম দিস অ্যান্ড আ হোম ফর লাইফ। আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং। ’
ছবি: রোজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে