চশমা পরেও সাজবে চোখ

চশমা যেমনই হোক, সাজিয়ে তুলতে পারবেন আপনার চোখমডেল: উর্বি, সাজ: রেড বিউটি পারলার, ছবি: কবির হোসেন

চশমার বিকল্প হিসেবে অনেকেই চোখে লেন্স পরে থাকেন। বিশেষ করে দাওয়াতের সময়। তবে দীর্ঘ সময় লেন্স পরে থাকাটাও চোখের জন্য ক্ষতিকর। চাইলে দাওয়াতেও কিন্তু অনায়াসেই চশমা পরে যাওয়া যায়। সে ক্ষেত্রে চোখের সাজটা করতে হবে একটুখানি অন্য রকম করে। কাজলের পাশাপাশি আইশ্যাডো, আইলাইনার কিংবা মাসকারা দিয়ে সাজিয়ে নিতে হবে চোখ। তাহলে চশমার আড়াল থেকেও দেখা যাবে সেই সাজ।

চশমা পরা চোখেও মানায় সাজ
মডেল: উর্বি, সাজ: রেড বিউটি পারলার, ছবি: কবির হোসেন

রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানান, চোখে চশমা থাকলে খুব গাঢ় সাজ না নেওয়াই ভালো। বিশেষ করে স্মোকি সাজ চশমা চোখে মানায় না। চোখে সব সময় চশমা থাকলে যেহেতু চোখের নিচটা বসে যাওয়া বা কালো হয়ে যাওয়ার শঙ্কা থাকে, তাই সাজ শুরুর আগেই চোখে কনসিলার দিয়ে নিতে হবে। চোখে ন্যাচারাল টোন নিয়ে আসতে হবে। চশমার ক্ষেত্রে ন্যুড আই লুক বেশি মানানসই। কাজল দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিচে কাজল দিলে ওপরে না দেওয়াই ভালো। আবার ওপরে লাইনার দিলে নিচে কাজল দেওয়া যাবে না। তবে চশমায় চোখের ওপরে আইলাইনারই বেশি উপযোগী। একটু টেনে, কোনা বের করে দিলে চোখ দেখতে লাগে টানা টানা।’

চোখের নিচে এবং ওপরের ভেতরের অংশে কাজল দিতে হবে। চোখের ওপরের অংশে কালো আইশ্যাডো হালকা করে লাগিয়ে নিন। এই কালো আইশ্যাডোকে চোখের ত্বকের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এ কারণে কালো আইশ্যাডোর সঙ্গে ব্যবহার করুন বাদামি শেডের যেকোনো আইশ্যাডো। চোখের পাপড়িতে মাসকারা দিলেই চশমার আড়ালেও পেয়ে যাবেন কাজলকালো চোখ। এমন সাজের সঙ্গে মেটাল ফ্রেমের চশমা খুব মানানসই।

দাওয়াতের সাজে...
মডেল: উর্বি, সাজ: রেড বিউটি পারলার, ছবি: কবির হোসেন

ভারী ফ্রেমের চশমা যাঁরা পরেন, তাঁদের চোখকে হালকা করে সাজানোই ভালো। এ ক্ষেত্রে নিজের ত্বকের যে রং, সেটা থেকে একটু গাঢ় রঙের শ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের পাতায় চিকন করে আইলাইনার দিয়ে নিন। চোখের ওপরে এই লাইনারের ব্যবহার, আপনার চোখকে বড় দেখাবে। এবার মাসকারা ব্যবহার করলেই সাজ সম্পূর্ণ। ভিন্নতা আনতে রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানালেন আরেকটি উপায়। চোখের দুই কোনা একটু সুন্দর করে এঁকে মাসকারা লাগিয়ে নিলেই চোখে টানা ন্যুড লুক চলে আসে। এ ক্ষেত্রে ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে শ্যাডো ব্যবহার করা যাবে, তবে দেওয়া না দেওয়াটা পুরোপুরি আপনার ইচ্ছা।

চোখের ওপরে আইলাইনার ভালো লাগবে
মডেল: উর্বি, সাজ: রেড বিউটি পারলার, ছবি: কবির হোসেন

চশমা থাকুক বা না থাকুক, চোখের যত্ন নিন। চোখের আশপাশের ত্বককে সুন্দর রাখতে ব্যবহার করুন আই ক্রিম। চোখের সৌন্দর্য কমে আসার অন্যতম কারণ চোখ বসে যাওয়া বা কালচে ভাব আসা। পর্যাপ্ত ঘুমের পাশাপাশি চোখকে যতটা সম্ভব মোবাইল বা ল্যাপটপ স্ক্রিন থেকে দূরে রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।