যুগল ঘড়ি কেনার সময় যেসব বিষয় মাথায় রাখবেন
বিয়ের উপহারের ডালায় সাজিয়ে বা বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য যুগল ঘড়ি বা কাপল ওয়াচ এখনো আছে চাহিদার তালিকায়। বাজার ঘুরলেই বিভিন্ন ব্র্যান্ড ও নকশার যুগল ঘড়ি পেয়ে যাবেন। তবে কেনার সময় যাঁদের উপহার দিচ্ছেন, তাঁদের ব্যক্তিত্ব, রুচি, পেশা, বর্তমানে কী ধারা চলছে—এই বিষয়গুলো মাথায় রেখেই কেনা উচিত। কেউ হয়তোবা গোল, কেউ চারকোনা আকারের ঘড়ির ডায়াল পছন্দ করেন। ঘড়ির বেল্টের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য।
কল্লোল গ্রুপ অব কোম্পানির ওয়াচ অপারেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গোলাম মুহাম্মদ বলেন, ‘রুচি ও পছন্দ অনুযায়ীই ক্রেতারা যুগল ঘড়ি কিনে থাকেন। কিছু নির্দিষ্ট ডিজাইন ও উপকরণের চাহিদা বেশি। যেমন যাঁরা ক্ল্যাসিক ও আনুষ্ঠানিক সাজের কথা মাথায় রেখে কিনতে চান, তাঁরা চামড়ার বেল্ট বা স্ট্র্যাপের যুগল ঘড়ি বেশি কিনে থাকেন। এ ক্ষেত্রে কালো ও বাদামি রঙের চামড়ার স্ট্র্যাপ বেশি জনপ্রিয়। আবার আধুনিক, সেমিফরমাল বা ক্যাজুয়াল লুক যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য চেইন স্ট্র্যাপ বা ধাতব স্ট্র্যাপের ঘড়ি কিনতে পারেন।
এ ছাড়া কেনার সময় রঙের ক্ষেত্রে রোজ গোল্ড, রুপালি ও সোনালি ধাঁচের যুগল ঘড়িই বেশি বেছে নিচ্ছেন ক্রেতারা।’ চেইনের মধ্যে আছে স্টেইনলেস স্টিল, সিরামিক, টাইটানিয়াম। স্ট্রাপের মধ্যে আছে চামড়া, ন্যাটো বেল্ট (ফ্যাব্রিক) ও সিলিকন রাবার। বাজেট ও পছন্দ অনুযায়ী ঘড়িগুলো বেছে নিতে পারেন। টাইম জোনে ২০ হাজার থেকে শুরু করে ১৪ লাখ টাকা দামের যুগল ঘড়িও পাবেন।
যুগল ঘড়ি কেনার সময় গ্যারান্টি ও ওয়ারেন্টির বিষয়টিও মাথায় রাখতে হবে। কেনার সময় বিক্রয়কর্মীর কাছ থেকে ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন এবং উপহার দেওয়ার সময় অবশ্যই মনে করে ওয়ারেন্টি কার্ডটি দিয়ে দেবেন। ডায়ালের ক্ষেত্রে যাঁরা ক্ল্যাসিক ডিজাইন পছন্দ করেন, তাঁদের জন্য গোলাকার ডায়াল নিতে পারেন। ভিন্ন ধাঁচের আধুনিক ও ফ্যাশনেবল হাতঘড়ি চাইলে চারকোনা ডায়ালটি নিতে পারেন। পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের ওয়াচ শপ বিডির পরিচালক জানান, তাঁদের সংগ্রহে ক্যাসিও, ফসিল, রাডো, এমপোরিয়ো আরমানি, ড্যানিয়েল ক্লাইন, টাইমেক্স ও টাইটান ব্র্যান্ডের ঘড়ি আছে। এই সব কটি ব্র্যান্ডের ঘড়িতেই ২ থেকে ৫ বছরের ওয়ারেন্টি পাবেন। ওয়াচ শপ বিডিতে ১০ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকার মধ্যে যুগল ঘড়ি পেয়ে যাবেন।
কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন লিয়ানা এনায়েত ও প্রিয়াম হোসেন। দুজনেই চাকরিজীবী। লিয়ানা জানান, বিয়ের ডালায় তাঁদের জন্য যুগল ওয়াচ দিয়েছিলেন। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে বরকে হাতঘড়ি উপহার দেওয়ার একটা রেওয়াজ আছে। তবে তাঁর বর চেয়েছিলেন দুজনের জন্য একই রকম হাত ঘড়ি কিনতে। একসঙ্গে পরবেন এবং বিয়ের স্মৃতিগুলো বারবার মনেও পড়ে যাবে। রুপালি রঙের মধ্যে সাধারণ যুগল ঘড়িই বেছে নিয়েছিলেন তাঁরা, যেন নিয়মিত অফিসে পড়ে যেতে পারেন। বিয়ের ডালায় নানা ঢঙে সাজিয়ে দেওয়া হয় যুগল ঘড়ি। কীভাবে ডালায় সাজাতে পারেন, সে সম্পর্কে জানালেন ওয়েডিং বিজ বাই বিতস্তা আহমেদের কর্ণধার বিতস্তা আহমেদ। তিনি বলেন, যুগল ঘড়ি বাক্সসহ অথবা শুধু কুশন দিয়ে আয়না আছে এমন ডালায় সাজিয়ে দিতে পারেন। ডালার পাশে ফুল, পাতা, গোলাপ ফুলের পাপড়ি, শুকনা ফুল, রিবন দিয়ে সাজালে ভালো লাগে। এ ছাড়া বোর্ড ও হার্ড পেপার দিয়ে বাক্স বা ঝুড়ি আকারের ডালা সাজিয়ে এর নিচে শ্রেডেড পেপারও দিয়ে দেওয়া যায়।