ঈদে চলছে যেমন পোশাকের ধারা
খুব জমকালো নয় বরং হালকা নকশার পোশাকের দিকে ঝুঁকছেন ডিজাইনাররা। পোশাকে কাট, ছাপা নকশা আর রঙে তুলে ধরা হয়েছে উৎসবের আমেজ।
ঝলমলে ক্রেপ জর্জেটে ডিজাইন করা স্কার্ট-টপ সেট। গাউন ধাঁচের বক্সপ্লিট করা জামা আর ওপরের ঢেউখেলানো শ্রাগের পাড়ে কারচুপির কাজ।
’৯০–এর দশকের রেট্রো ফ্যাশনের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই কো–অর্ড সেট।
সাটিন কাপড়ের এ লাইন কাটের পাশ্চাত্য ঘরানার এই পোশাকে লাল রঙের ব্যবহার এনেছে উৎসবের আমেজ। ফুলেল ছাপের কুর্তাটি পরে ঘোরা যাবে সারা বেলা। ঈদের দিনে বন্ধুদের সঙ্গে আড্ডায় রেট্রো নকশার আদলে তৈরি শার্ট পরেই উপস্থিত হতে পারেন।
সিল্কের পাঞ্জাবিতে ভেজিটেবল ডাইয়ের কাজ।
হাওয়াই মিঠাই রঙের টপটির সঙ্গে পরতে পারেন ঢোল সালোয়ার। চোখের জন্য আরামপ্রদ এই রঙের পোশাকটি গরমের জন্য বেশ আরামদায়ক। অপর দিকে সাদা স্কার্টের সঙ্গে হালকা মেরুন রঙের টপ পরে ঘুরে বেড়াতে পারবেন সারা বেলা।
সাদা মানেই আরাম, সাদা মানেই শান্তি। ঐতিহ্যবাহী সাদা মসলিনের ওড়নায় ট্রাইবাল ধাঁচে এমব্রয়ডারি আর কারচুপির কাজ। ক্রেপের জামায় উজ্জ্বল পাড়ের ব্যবহার, সঙ্গে প্যান্ট-কাট সালোয়ার।
বর্ষার বিষয়টিকে মাথায় রেখে পোশাকে থাকছে সবুজের প্রাধান্য।