শাড়ি নয়, গাউনে দেখা দিলেন তিশা
নিয়মিত শাড়ি পরার নিজস্ব নিয়মটা এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কার-২০২৩-এর আসরেই ভেঙে দিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পরেছিলেন, কমলা রঙের সিল্কের আনারকলি গাউন। পোশাকটি নকশা করেছেন সাফিয়া সাথি।
গরম, তাই চুলে খোপাটাই বেছে নিয়েছেন তিশা। পোশাকের সঙ্গে মিলিয়ে সেজেছেন ‘পারসোনা’ থেকে।