কানের লালগালিচায় মিথিলা যেসব গয়না পরে হেঁটেছিলেন, তার দাম শুনলে অবাক হবেন

কান চলচ্চিত্র উৎসবে যে গয়নাগুলো পরে এবার লালগালিচায় হেঁটেছিলেন বাংলাদেশি মডেল ও উপস্থাপিকা তানজিয়া জামান মিথিলা, সেগুলোই এত দিনে সামনে আনল ডিজাইনার গয়নার বাংলাদেশি ব্র্যান্ড ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’। তাদের ফেসবুক পেজে দেখা গেল গয়নাগুলোর একঝলক।

পোশাকের সঙ্গে লাগোয়া কাঁধ হয়ে পিঠজুড়ে কোমর পর্যন্ত নেমে যাওয়া লম্বা গয়নাটি পরে কানে গিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা
ছবি: ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র সৌজন্যে

১৬ থেকে ২৭ মে অনুষ্ঠিত উৎসবে মোট তিন দিন উপস্থিত ছিলেন তানজিয়া। শেষ দিন পশ্চিমা ধাঁচের কালো ব্যাকলেস লম্বা গাউনে হাজির হন তিনি। তবে পোশাকের চেয়ে তার পরনের গয়নাগুলোই নজর কেড়েছিল বেশি।

এই গয়না সেটের দাম ১৮ হাজার টাকা
ছবি: ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র সৌজন্যে

সোনালি রঙের গোল্ডপ্লেটেড উজ্জ্বল সব গয়নার মধ্যে ছিল বাজু, হাতের চূড়, আংটিসহ রতনচূড়, ব্রেসলেট, খোঁপার কাঁটা আর দুটি গোল কানপাশা। এসবের মধ্যে দেখার মতো ছিল পোশাকের সঙ্গে লাগোয়া কাঁধ হয়ে পিঠজুড়ে কোমর পর্যন্ত নেমে যাওয়া লম্বা একটি গয়না।

উৎসবের শেষ দিন পশ্চিমা ধাঁচের কালো ব্যাকলেস লম্বা গাউনে হাজির হন মিথিলা
ছবি: ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র সৌজন্যে

নিচে পৌঁছে দুই ভাগ হয়ে কোমরের দুই ধারে পোশাকের সঙ্গে যা যুক্ত হয়েছে। এটিকে কী বলে জানতে চাইলে সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী জেরিন তাসনিম খান বলেন, ‘এটির আসলে কোনো নাম নেই। আমরা বলি, বডি এক্সেসরিজ। যেহেতু তাঁর পোশাকের পেছনটা ফাঁকা ছিল, সেহেতু পোশাকটির সঙ্গে মিলিয়ে ভালো লাগবে ভেবে এটি তৈরি করেছি।’

জ্যামিতিক ধাঁচের গয়নাগুলোর ডিজাইন নিজেই করেছেন জারিন তাসনিম। বলছিলেন, ‘তানজিয়া আপু কানে আমাদের ডিজাইন করা গয়না পরতে বেশ আগ্রহী ছিলেন। আমরা তাঁর পোশাকের বিবরণ নিয়ে সেভাবেই তাঁর জন্য গয়নার ডিজাইন করি। পিঠে পরা গয়নাটির জন্য পোশাকে পশ্চিমা ভাব খুব প্রবলভাবে ফুটে উঠেছিল। সেটিকে একটু দেশীকরণ করতেই হাতের বাজু, রতনচূড় এগুলো দেওয়া।’

জ্যামিতিক ধাঁচের গয়নাগুলোর ডিজাইন করেছেন জারিন তাসনিম
ছবি: ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’র সৌজন্যে

এই গয়না সেটের দাম ১৮ হাজার টাকা। গয়নায় এ রকম নতুনত্ব আনাটা সিক্স ইয়ার্ডস স্টোরির এই প্রথম নয়। একটি ভারতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের গায়েও শোভা পেয়েছে তাদের অনন্য সব গয়না। লিঙ্গনিরপেক্ষ গয়না নিয়েও কাজ করে তারা।