২০২৪ সালে ‘স্বপ্ন নিয়ে’তে ছাপা হওয়া যে ১০টি লেখা সবচেয়ে বেশি পাঠক পড়েছেন

তরুণদের অর্জন, সাফল্য ও ক্যাম্পাসের নানা কর্মকাণ্ড নিয়ে প্রথম আলোর রোববারের আয়োজন ‘স্বপ্ন নিয়ে’। অনলাইনে ২০২৪ সালে ‘স্বপ্ন নিয়ে’র কোন লেখাগুলো বেশি পড়লেন পাঠক? এখানে রইল সবচেয়ে বেশি পড়া ১০টি লেখা। বছর শেষে আরেকবার পড়ে নিতে পারেন

১. ‘একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলব’

নাহিদুলের এই ছবিটিই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে
ছবি: ইত্তেফাক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু ছবি ঘুরেফিরে এসেছে বারবার। সামাজিক যোগাযোগমাধ্যমে, দেয়ালে এসব ছবিই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের প্রতীক, জুগিয়েছে আন্দোলনের ইন্ধন। এমনই একটি ছবিতে দেখা যায় পুলিশের একজন সদস্য এক ছাত্রের মুখ চেপে ধরেছেন। ছবির পেছনের গল্প ছাপা হয়েছিল ১৮ আগস্ট। বিস্তারিত পড়ুন

২. বাসের সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা যেভাবে বিসিএসের ভাইভাতেও কাজে লাগল

আবদুল আউয়াল স্রেফ শখ পূরণ করতে কয়েক মাস দূরপাল্লার বাসের সুপারভাইজার হয়েছিলেন
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক আবদুল আউয়াল স্রেফ শখ পূরণ করতে কয়েক মাস দূরপাল্লার বাসের সুপারভাইজার হয়েছিলেন। এই অভিজ্ঞতা কীভাবে তাঁকে বিসিএসের ভাইভাতেও সাহায্য করেছে, সেই গল্পই শুনিয়েছিলেন তিনি। বিস্তারিত পড়ুন

৩. প্রকৌশলী হওয়ার পর কেন আবার মেডিকেলে পড়ছেন তিনি

জুবায়ের হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষে আবার মেডিকেলে ভর্তি হয়েছেন জুবায়ের হোসেন। বর্তমানে কিরগিজস্তানের কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে পড়ছেন। তাঁর গল্প আবার পড়ুন

৪. পাবনার এই একটি কলেজ থেকেই ৫০ জন সুযোগ পেয়েছেন মেডিকেলে

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নামডাক বেশ পুরোনো। স্নাতক–স্নাতকোত্তরের পাশাপাশি এইচএসসিও পড়ানো হয় এই কলেজে। ২০২৩ সালে এই কলেজের ৫০ শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। ঐতিহ্যবাহী কলেজটির গোড়াপত্তন থেকে নানা অর্জনের গল্প ছাপা হয়েছিল ‘স্বপ্ন নিয়ে’তে। বিস্তারিত পড়ুন

৫. পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়ে নুসরাত বলেছিলেন, ‘আমার ওপর দিয়ে চালান’

পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়েছিলেন নুসরাত
ছবি: শুভ্র কান্তি দাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী। চোখে চশমা, কাঁধে ব্যাগ। ছবিটা অনেকের হৃদয়েই নাড়া দিয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাঁর নাম নুসরাত জাহান। সেদিন ঠিক কী হয়েছিল, জানিয়েছিলেন ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থী। ১৮ আগস্ট প্রকাশিত সেই খবর আবার পড়ুন

৬. ক্যাম্পাসের পাশেই মায়ের রান্না করা খিচুড়ি নিয়ে বসেন ব্র্যাকের এই ২ শিক্ষার্থী

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশেই মায়ের রান্না করা খিচুড়ি নিয়ে বসেন মেহরীয়ান মহসীন ও ইশতিয়াক আহমেদ
ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশেই মায়ের রান্না করা খিচুড়ি নিয়ে বসেন মেহরীয়ান মহসীন ও ইশতিয়াক আহমেদ। পড়াশোনার পাশাপাশি এই উদ্যোগে দুজন সফলও হয়েছেন। দুজন মিলেই বাজার করেন। রান্না হয় বাসায়। সেই রান্না ক্যাম্পাসের পাশে বিক্রি করেন। বিস্তারিত পড়ুন

৭. ‘আম্মুকে জড়িয়ে ধরে বললাম, তোমাদের মেয়ে পেরেছে’

২০২৪ সালে এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রথম হন হলিক্রস কলেজের প্রাক্তন শিক্ষার্থী তানজিম মুনতাকা। তিনি নিজেই নিজের শিক্ষাজীবন, আগ্রহ ও অনুপ্রেরণার কথা লিখেছিলেন। বিস্তারিত পড়ুন

৮. বদলে গেছে হলের ডাইনিংয়ের খাবারের স্বাদও

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিংগুলোতে খাবারের মান বেড়েছে। নানা পদের খাবারের স্বাদ চেখে দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এই পরিবর্তনের গল্পই উঠে এসেছিল প্রতিবেদনে। বিস্তারিত পড়ুন

৯. ‘উত্তরবঙ্গের আলো’ হিসেবে পরিচিত যে শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ দিনে দিনে পরিচিতি পেয়েছে ‘উত্তরবঙ্গের আলো’ হিসেবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে এখন উচ্চমাধ্যমিক ছাড়াও ২৩টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। সব মিলিয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। ঐতিহ্যবাহী কলেজটি নিয়ে প্রতিবেদন করেছিল ‘স্বপ্ন নিয়ে’। বিস্তারিত পড়ুন

১০. এক ব্যাচে ছিলেন ৫০ জন, ৯ জনই এখন বিশ্ববিদ্যালয়শিক্ষক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের চতুর্থ ব্যাচে শিক্ষার্থী ছিলেন ৫০ জন। তাঁদের মধ্যে ৯ জন স্নাতকোত্তর শেষ করেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। বিস্তারিত পড়ুন