কাল থেকে বিবির পাবণ
৯ ও ১০ সেপ্টেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে নবমবারের মতো বসছে ‘বিবির পাবণ’। এখানে ‘পটের বিবি’, ‘রংধনু ক্রিয়েশন’, ‘অরনী’, ‘ডোরেমি’, ‘রঙবতী’, ‘পুনিজ কিচেন’, ‘আরুনিকা’, ‘কালিন্দী’ ও ‘বুকস অব বেঙ্গল’ তাদের চলতি সংগ্রহ তুলে ধরবে।
প্রতিবারই পাবণ উপলক্ষে নতুন কালেকশন আনে পটের বিবি। সেই ধারাবাহিকতায় এবার আসবে তাদের নিজস্ব নকশায় বোনা তাঁতের শাড়ি, স্কার্ট, কুর্তি, ব্লাউজ, ব্লাউজ পিস ও ব্যাগ। ব্লক, স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি—সবই থাকবে এবারের আয়োজনে।
হাতে আঁকা পণ্য নিয়ে পাবণে উপস্থিত থাকবে রংধনু ক্রিয়েশন। থাকবে হাতের কাজের ফিউশন রেডি কুর্তি আর ল্যাম্পশেডের নতুন সংযোজন। পাবণকে অনন্য করেছে অরনীর উদ্যোগ। এখানে মিলবে বিভিন্ন জাতের গাছ। মূলত নানা রকম গাছ নিয়ে কাজ করলেও পাবণে থাকবে অরনীর একদম কম যত্নে ঘর, ডেস্ক ও বারান্দায় রাখার উপযোগী স্বল্পমূল্যের গাছ। গাছের যত্ন করার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে। পাবণে ফরমাশ করলে বিনা মূল্যে হোম ডেলিভারি ও বিক্রয়পরবর্তী সেবা পাওয়া যাবে। বাংলাদেশের একেবারে নিজস্ব পণ্য পাটের ব্যাগ নিয়ে পাবণে হাজির থাকবে কালিন্দী।
এমনই নানা উদ্যোগ নিয়ে মেলায় উপস্থিত থাকবেন দেশীয় উদ্যোক্তারা। এই আয়োজন চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।