কিশোর-কিশোরীদের জন্য ঈদের কেনাকাটা করার আগে দেখে নিন বাজারে কী চলছে
নতুন পোশাক আর সাজ নিয়ে উচ্ছ্বাসটা কিশোরদের মধ্যেই বেশি দেখা যায়। সদ্য শৈশব পেরোনো কিশোর-কিশোরীরা ফ্যাশন নিয়ে বেশ সচেতন। পোশাক নির্বাচনে নির্দিষ্ট ট্রেন্ডের পাশাপাশি স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত পছন্দকেও প্রাধান্য দিয়ে থাকে তাঁরা। এবার চৈত্রের মাঝামাঝিতে ঈদ। আবহাওয়ার কথা মাথায় রেখে এ কারণে ঈদপোশাকের ডিজাইনেও এসেছে আরামদায়ক ও হালকা কাপড়ের ব্যবহার।
জমকালো নয়, কিছুটা ছিমছাম পোশাকই বেছে নিচ্ছে কিশোর-কিশোরীরা, জানান কে ক্র্যাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান। ঈদপোশাকে এবার ডিজিটাল প্রিন্টের ব্যবহার দেখা যাচ্ছে বেশি। কিশোরীদের পোশাকে আছে হালকা প্যাস্টেল রঙের আধিপত্য। বাজার ঘুরে দেখা গেল কিশোরীদের জন্য রয়েছে ফ্রক, টপ প্যান্ট, কাফতান, স্কার্ট, জাম্পস্যুট, মিডি-ড্রেস, কো-অর্ড সেট। এ ছাড়া দেশীয় ঘরানার কামিজ ও কুর্তিতেও রয়েছে ভিন্নতা। এসব পোশাকে করা হয়েছে কারচুপি, জারদৌসি, গোটাপাত্তি ও সুতার কাজ। কিশোরীদের পোশাকের হাতা নিয়ে করা হয়েছে নিরীক্ষাধর্মী কাজ।
চলতি ধারায় ঘটি হাতা, বেলুন হাতা, ড্রপ শোল্ডার, কিমোনো হাতা, প্রিন্সেস হাতা, অ্যাঙ্গেল হাতা, কেপ হাতা, বেল হাতা ও ট্রামপেট হাতার ব্যবহার বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া সাদামাটা পোশাকের কলারে দেখা যাচ্ছে জমকালো নকশা, ব্যবহার করা হচ্ছে কারচুপি ও জারদৌসির কাজ। অনেক সময় কলারে ব্যবহার করা হচ্ছে জামার বিপরীত রঙের কাপড়।
ফ্যাশন হাউস কিউরিয়াস-এর মার্কেটিং এক্সিকিউটিভ তাসনিম বারী জানান, ঈদের পোশাকে এবার গরমের বিষয়টি মূলত প্রাধান্য পাচ্ছে রঙে, কাটে, নকশায়। ব্যবহার করা হয়েছে সুতি, ভিসকস, সিল্ক, লিনেন, মিক্সড জর্জেটের মতো কাপড়। এ ছাড়া ঈদের জমকালো পোশাক তৈরিতে জুম, ক্রেপ ও মসলিন কাপড় ব্যবহার করা হয়েছে বলে জানান লা রিভের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আফরিনা হাবিব।
কিশোরদের ঈদে পাঞ্জাবি তো চাই–ই। কিশোরদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রিন্ট ও এমব্রয়ডারি করা পাঞ্জাবি এনেছে ফ্যাশন হাউসগুলো। পাশাপাশি রয়েছে ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট, টি-শার্ট ও হাফ শার্ট। সাদামাটা রঙের বাইরে গিয়ে এবার বেশ উজ্জ্বল ও গাঢ় রঙের ব্যবহার দেখা গেছে কিশোরদের পোশাকে। শার্ট ও টি-শার্ট ইন না করে প্যান্টের ওপর ছেড়ে রাখতেই বেশি পছন্দ করছে কিশোরেরা। কিশোরদের মধ্যে স্নিকার্স ও হাই নেক কেডস এবার সবচেয়ে বেশি জনপ্রিয়। অনুষঙ্গ হিসেবে তাঁরা বেছে নিচ্ছে রোদচশমা ও স্মার্ট ওয়াচ।
সব সময় দৌড়ঝাঁপের মধ্যেই থাকে দুরন্ত কিশোর-কিশোরীরা। তাই প্রয়োজন এমন পোশাক, যাতে সহজেই হাওয়া চলাচল করতে পারে। আঁটসাঁট পোশাকের ফ্যাশন থেকে বেরিয়ে ঢিলেঢালা পোশাক বেছে নিচ্ছে কিশোর–কিশোরীরা।
যমুনা ফিউচার পার্কে মায়ের সঙ্গে কেনাকাটা করতে আসা নিশাদ জানায়, ঈদের জন্য সে কিনেছে অতিরিক্ত বড় আকারের টি-শার্ট ও কার্গো প্যান্ট। কিশোরদের মধ্যে এবার ওভারসাইজড বা নিজের মাপের চেয়ে কিছুটা বড় মাপের টি-শার্ট বেশ জনপ্রিয়। এবারের ঈদ ফ্যাশনে কিশোর-কিশোরী উভয়ের প্যান্টে পশ্চিমা স্টাইলের প্রভাব বেশি দেখা যাচ্ছে। বিশেষ ক্ষেত্রে জিনস, গ্যাবার্ডিন ও কার্গো প্যান্টের চাহিদা বেশি।