আতর কেনার আগে যা জেনে রাখা ভালো

ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি-পায়জামা পরে কয়েক ফোঁটা আতর দিতে পছন্দ করেন অনেকে। সে জন্য ঈদের কেনাকাটার তালিকায় থাকে আতর। আবার ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়েও আতর উপহার দেওয়ার প্রবণতা আজকাল বাড়ছে। সব মিলিয়ে পবিত্র রমজান মাসে আতরের ব্যবসা জমে ওঠে।

পবিত্র রমজান মাসে আতরের ব্যবসা জমে ওঠে
ছবি: প্রথম আলো

বাংলাদেশে আতর বিক্রির বড় কেন্দ্র রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ মার্কেট। সেখানে আতরের কয়েক ডজন দোকান আছে। তার বাইরে আতর বিক্রি হয় কাঁটাবন মসজিদ মার্কেটে, হাতিরপুলে, চকবাজারে । পুরান ঢাকার মিটফোর্ডে আতর আর পারফিউমের বড় পাইকারি বাজার গড়ে উঠেছে। গুলিস্তানের খদ্দর মার্কেটেও আতরের পাইকারি বেচাবিক্রি হয়।

আতর ব্যবসায়ীরা বলছেন, নাগরিক সমাজে আতরের ব্যবহার বাড়ছে। এখন শুধু রমজান মাসে না, সারা বছর কমবেশি বেচাবিক্রি হয়। রমজানের বেচাবিক্রি মূলত শেষের দিকে জমে ওঠে। সে জন্য এখন ক্রেতার অপেক্ষায় আছেন তাঁরা।

৯ রমজান বায়তুল মোকাররম মার্কেটের আতরের দোকান ঘুরে দেখা যায়, দেশি আতরের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি ভারত ও পাকিস্তানের আতর বিক্রি হচ্ছে। অধিকাংশ দোকানে ৩ মিলির ছোট বোতলে ভরে আতর বিক্রি হচ্ছে। প্রতি মিলির দাম ২০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা। সবচেয়ে দামি আতর কস্তুরির প্রতি তোলার (১২ মিলিলিটার) দাম ২০ হাজার টাকা।

আতরের ধরন

বাজারে আল হারমাইন, কস্তুরি, মুস্তাহ আল তাহারা, আল আরাবিয়া, গুপি, সুলতান, কিং হোয়াইট, জান্নাতুল নাঈম, আল-ফারেজ ও হাজরে আসওয়াদের মতো দামি আতর যেমন রয়েছে, তেমনি আলিফ, আল ফারহান, আল ইসরাত, আল রিসাব, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বকুল, সুরভি ও বেলি ফুলের তুলনামূলক কম দামের আতরও মিলছে। অবশ্য বর্তমানে হালকা ঘ্রাণযুক্ত পারফিউম ধরনের আতরের চাহিদা বাড়ছে। কারণ, অনেকেই তীব্র ঘ্রাণ সহ্য করতে পারেন না।

বায়তুল মোকাররম মার্কেটের খুশবু কালেকশনের আসাদুল ইসলাম বললেন, সবাই কম দামে ভালো জিনিস চান। ফলে প্রতি মিলি ২০-৩০ টাকা থেকে শুরু করে ৮০-১০০ টাকার আতরই বেশি বিক্রি হয়। করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাঁদের গ্রাহকদের উপহার দিতে আতর কিনতে আসেন। যদিও ঈদের বেচাবিক্রি এখনো জমেনি।

আতর ব্যবসায়ী মাসুদুল ইসলাম বলেন, সাধারণত ১৫ রোজার পর আতরের বেচাবিক্রি জমে।

আরও পড়ুন

দেশের আতর যাচ্ছে বিদেশে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামে যুগ যুগ ধরে আতর তৈরি হচ্ছে। গ্রামটিতে ২৫০টি আগর-আতর কারখানা রয়েছে। সেসব কারখানায় আগরগাছ থেকেই আতর তৈরি করা হয়। সেই আগর-আতর মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশসহ জাপান ও চীনে রপ্তানি হয়। রাজধানীর বাজারগুলোতেও সুজানগরের আতর পাওয়া যায়। সেই আতরের দামও প্রতি তোলা (১২ মিলি) ১৮ হাজার টাকা।

ক্রেতার অপেক্ষায় আতর ব্যবসায়ী
ছবি: প্রথম আলো

মফিজুল ইসলাম আতর অ্যান্ড ক্যাপ স্টোরের সহকারী মহাব্যবস্থাপক ইমতিয়াজ ইকবাল বলেন, বর্তমানে গ্রিন আইরিশ, ব্লু দিশেনেল, আওয়াজ, ফ্যান্টাসি, ভ্যাম্পায়ার ব্লাড ইত্যাদি নামের পারফিউম ক্যাটাগরির আতরের বিক্রি ভালো। এর বাইরে নারীরা মিস ডিওর, গুড গার্ল, ডিজনি প্রিন্সেস আতর কেনেন। এগুলোর দাম প্রতি মিলি ১০০-১২০ টাকা।

অপর এক প্রশ্নের জবাবে ইমতিয়াজ ইকবাল বলেন, রাজনৈতিক নেতারা বিশেষ করে মন্ত্রী-এমপিরা ঈদে উপহার দেওয়ার জন্য প্রচুর আতর কিনতেন। এবার হয়তো ব্যক্তিশ্রেণির ক্রেতারাই ভরসা। ভালো আতর কেনার উপায় জানতে চাইলে তিনি বলেন, ভালো আতর হবে গাঢ়। নাড়াচাড়া করলেই বিষয়টি বোঝা যাবে। আবার কোম্পানি দেখে কিনতে হবে। কারণ, বাজারে প্রচুর নকল আতর বিক্রি হচ্ছে।

আরও পড়ুন