ঈদে ফ্রিজ কিনবেন? খরচটা জেনে রাখুন

ঈদের আগে ফ্রিজ কেনার কথা ভাবছেন? দামটা জেনে নিনছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে বিভিন্ন ব্র্যান্ড রেফ্রিজারেটর বা ফ্রিজে দিচ্ছে বিশেষ ছাড়। আছে স্ক্র্যাচ কার্ডে চমকপ্রদ সব উপহার জিতে নেওয়ারও সুযোগ। যাঁরা ফ্রিজ কিনবেন বলে ভাবছেন, সুযোগটা তাঁরা কাজে লাগাতে পারেন। এখানে থাকল বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের দরদাম। তবে কিছু ক্ষেত্রে দামের তারতম্য হতে পারে।

সিঙ্গার

ডিজাইন, আকারের ওপর নির্ভর করে বিভিন্ন দামের সিঙ্গার ফ্রিজ রয়েছে। ঈদের মৌসুমে সিঙ্গার ফ্রিজ কিনতে চাইলে পাবেন মূল্যছাড়। এ ছাড়া স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পাওয়া যাবে ১০০ শতাংশ পর্যন্ত ছাড়। ভাগ্য ভালো হলে মিলবে বিখ্যাত তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’-এর জনপ্রিয় অভিনেতা বুরাক ওসজিভিতের সঙ্গে দেখা করার সুযোগ, তাও আবার ইস্তাম্বুলে গিয়ে! মিলতে পারে ৪ দিন ৩ রাত ইস্তাম্বুল ভ্রমণের সুযোগও। ঈদের আগপর্যন্ত ফ্রিজ কিনলেই পাওয়া যাবে এসব অফারে অংশ নেওয়ার সুযোগ। এ ছাড়া ২৩০ ও ২৬০ লিটার ফ্রিজ কিনলে পাওয়া যাবে ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

সিঙ্গারের ১৫৭ লিটারের ফ্রিজের দাম ২৭ হাজার ৭৫১ টাকা। ১৮০ লিটার ৩৩ হাজার ৩৪ থেকে ৩৪ হাজার ৩৮২ টাকা। ২০০ লিটার ৩৪ হাজার ৯২৫ টাকা। ২০৮ লিটার ৩৫ হাজার ৮৩৮ টাকা। ২১৫ লিটার ৩৮ হাজার ৯৯০ টাকা। ২৩১ লিটার ৩৭ হাজার ২৫১ থেকে ৪০ হাজার ৪৯০ টাকা। ২৩৬ লিটার ৩৫ হাজার ৯৯০ টাকা। ২৩৮ লিটার ৪৭ হাজার ৪৯০ টাকা। ২৪৩ লিটার ৩৭ হাজার ২৫১ থেকে ৩৮ হাজার ৯৯০ টাকা। ২৫৭ লিটার ৪১ হাজার ৪৯০ থেকে ৪১ হাজার ৯৯০ টাকা। ২৬০ লিটার ৪৩ হাজার ৯৪৭ থেকে ৪৬ হাজার ৯৯০ টাকা। ২৭৩ লিটার ৩৮ হাজার ৯৬৪ টাকা। ২৭৮ লিটার ৪৩ হাজার ৪৯০ টাকা। ৩৩৩ লিটার ৪৭ হাজার ২৯৫ থেকে ৪৯ হাজার ৪৯০ টাকা। ডিপ ফ্রিজের মধ্যে ৯৯ লিটারের দাম ২০ হাজার ৯৯০ টাকা। ১১৬ লিটারের দাম ২৩ হাজার ৬৮৬ টাকা। ১৪২ লিটারের দাম ৩৮ হাজার ৩৮০ টাকা। ১৪৪ লিটারের দাম ৩০ হাজার ৪৪৩ টাকা। ১৪৬ লিটারের দাম ৩২ হাজার ২০৫ টাকা। ১৪৮ লিটারের দাম ৩৪ হাজার ৪২৫ টাকা। ২০০ লিটারের দাম ৩৫ হাজার ৮১৭ থেকে ৪৫ হাজার ৩০ টাকা। ২১১ লিটারের দাম ৪১ হাজার ১২১ টাকা। ২৫১ লিটারের দাম ৩৯ হাজার ৯৯০ থেকে ৪৯ হাজার ৭৮০ টাকা। ৩০১ লিটারের দাম ৫৫ হাজার ৪৮০ টাকা।

কনকা

কনকা হলো ইলেক্টো মার্টের বাজারজাতকৃত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ১৬৫ লিটার ফ্রিজের দাম ২৮ হাজার ৭৯১ থেকে ৩১ হাজার ৯৯০ টাকা; ১৮০ লিটার ৩০ হাজার ৪৮৩ থেকে ৩৩ হাজার ৮৭০ টাকা; ১৯০ লিটার ৩২ হাজার ৮০০ থেকে ৩৬ হাজার ৪৪৫ টাকা; ২০০ লিটার ৩২ হাজার ৮৮১ থেকে ৩৮ হাজার ৮৪৫ টাকা; ২৩০ লিটারের দাম ৩৬ হাজার ৩৩৩ থেকে ৪০ হাজার ৮৭০ টাকা; ২৪০ লিটারের দাম ৩৫ হাজার ৬৫৩ থেকে ৩৯ হাজার ৯১৫ টাকা; ২৭০ লিটার ৩৮ হাজার ৬৭৩ থেকে ৪৪ হাজার ২০ টাকা; ২৮২ লিটার ৪৩ হাজার ৪৪৫ থেকে ৪৭ হাজার ৫৭০ টাকা এবং ৩০৭ লিটারের দাম ৪৫ হাজার ১০৬ থেকে ৪৯ হাজার ৬২০ টাকা। ৩১৫ লিটারের দাম ৪৪ হাজার ২৬৫ থেকে ৪৭ হাজার ৯৮০ টাকা।

ওয়ালটন ফ্রিজ

ওয়ালটন ফ্রিজ

‘ঈদ মেগা ডিল’ অফারে ১১ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর ও ফ্রিজার। রয়েছে বিনা মূল্যে বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা। আছে অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআইয়ের মাধ্যমে সহজে ১২ মাসে শূন্য শতাংশ সুদে ফ্রিজ কেনার সুবিধা। দাম ও ছাড়ের বিবেচনায় ওয়ালটন ফ্রিজকে তাই পছন্দের তালিকায় রাখা যায়। ওয়ালটনের ১৩২ লিটারের দাম ২৩ হাজার ১৩১ টাকা। ২১৩ লিটার ৩২ হাজার থেকে ৩৩ হাজার ১৮৮ টাকা। ২১৮ লিটারের দাম ৩৫ হাজার ৫৭ থেকে ৩৫ হাজার ৯৪৭ টাকা। ২২০ লিটার ৩১ হাজার ৭৬৪ থেকে ৩২ হাজার ৪৭৬ টাকা। ২২৩ লিটার ৩৪ হাজার ৭৮ থেকে ৩৫ হাজার ৭৬৯ টাকা। ২৪৪ লিটার ৩৪ হাজার ৮৭৯ থেকে ৩৬ হাজার ৪৮১ টাকা। ২৫০ লিটার ৩৬ হাজার ৩৯২ থেকে ৩৮ হাজার ২৬১ টাকা। ২৫২ লিটার ৩৬ হাজার ৩৬ থেকে ৩৮ হাজার ২৬১ টাকা। ২৬৮ লিটার ৩৭ হাজার ৯৯৪ থেকে ৩৯ হাজার ৫৯৬ টাকা। ২৮২ লিটার ৩৭ হাজার ৩৭১ থেকে ৩৯ হাজার ৫৯৬ টাকা। ৩০৭ লিটার ৪০ হাজার ৬৬৪ থেকে ৪৪ হাজার ৪৬ টাকা। ৩০৯ লিটার ৪১ হাজার ৫৫৪ থেকে ৪৩ হাজার ৩৩৪ টাকা। ৩১২ লিটার ৪১ হাজার ২০ থেকে ৪৩ হাজার ৬৯০ টাকা। ৩১৬ লিটার ৩৮ হাজার ৯৭৩ থেকে ৪১ হাজার ১৯৮ টাকা। ৩৩৩ লিটার ৪৩ হাজার ৩৩৪ থেকে ৪৩ হাজার ৭৭৯ টাকা। ৩৩৭ লিটার ৪১ হাজার ২০ থেকে ৪৩ হাজার ২৪৫ টাকা। ৩৪১ লিটার ৪২ হাজার ৮৮৯ থেকে ৪৪ হাজার ৯৩৬ টাকা। ৩৪৭ লিটার ৪৩ হাজার ৯৫৭ টাকা। ৩৪৮ লিটার ৪৩ হাজার ৫১২ থেকে ৪৭ হাজার ১৬১ টাকা। ৩৫৮ লিটার ৪৫ হাজার ১১৪ থেকে ৪৬ হাজার ৪ টাকা। ৩৮০ লিটার ফ্রিজের দাম ৪৫ হাজার ৪৭০ থেকে ৪৮ হাজার ৬৭৪ টাকা।

ভিশন

প্রাণ-আরএফএল গ্রুপের ভিশন ফ্রিজে আছে ১০ শতাংশ ছাড়। মূল্যছাড়ে ভিশনের ২৬২ লিটার ফ্রিজের দাম ৩৯ হাজার ২৪০ টাকা। ২৫২ লিটারের দাম ৩৭ হাজার ৫৩০ টাকা। ২৪০ লিটার ৩৬ হাজার ১৮০ টাকা। ২৩৮ লিটার ফ্রিজের দাম ৩৭ হাজার ৮০ টাকা। ১৮৫ লিটার ৩২ হাজার ৯৪০ টাকা। ১৮০ লিটার ৩২ হাজার ৩১০ টাকা। ১৫০ লিটার ২৭ হাজার ৩৬০ টাকা। এ ছাড়া ১৫০ লিটারের ডিপ ফ্রিজের দাম পড়বে ২৭ হাজার ৪৫০ টাকা।

বিশেষায়িত ফ্রিজ দেখছেন এক ক্রেতা

সনি-স্মার্ট

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের বাজারজাত করা স্মার্ট ব্র্যান্ডের রেফ্রিজারেটর পণ্যে চলছে নির্দিষ্ট পরিমাণ ছাড়। এর মধ্যে ৩৫৬ লিটারের ফ্রিজের দাম ৪৭ হাজার ৯০০ টাকা। ৩৩০ লিটার ফ্রিজের দাম ৪৬ হাজার ৯০০ টাকা। ৩০৫ লিটারের ফ্রিজের দাম ৪১ হাজার ৯০০ টাকা। ২৩৮ লিটার ৩৫ হাজার ৬২৫ টাকা। ২৪০ লিটার ৩৫ হাজার ৯০০ টাকা। ২১৬ লিটার ৩৩ হাজার ৯০০ টাকা। ১৫০ লিটার ২৬ হাজার ৯০০ টাকা। আর ১৫০ লিটারের ডিপ ফ্রিজের দাম পড়বে ২৬ হাজার ৯০০ টাকা।

ট্রান্সকম ডিজিটাল

ট্রান্সকম ডিজিটাল বেশ কিছু ব্র্যান্ডের ফ্রিজ বাজারজাত করছে। সেগুলোর মধ্যে রয়েছে ট্রান্সটেক, হিটাচি, স্যামসাং, ওয়ার্লপুল ইত্যাদি। ট্রান্সটেক ব্র্যান্ডের ১৫৭ লিটারের দাম পড়বে ২৬ হাজার ৪০০ টাকা। ১৭৭ লিটার ৩১ হাজার ৪০০ টাকা। ২০৭ লিটার ৩৪ হাজার ৪০০ টাকা। নন–ফ্রস্ট ৪৩০ লিটারের দাম পড়বে ৬৬ হাজার ৫০০ টাকা। ৩৮৬ লিটার ৭০ হাজার ৪০০ টাকা। ৫৬৩ লিটার ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ট্রান্সটেক ডিপ ফ্রিজের মধ্যে পাবেন ১৪৫ লিটার ৩১ হাজার ৫০০ টাকা। ২০৫ লিটার ৩৬ হাজার ৫০০ টাকা। ২৫৫ লিটার ৪২ হাজার টাকা।

হিটাচি ব্র্যান্ডের ৩৭৫ লিটারের দাম পড়বে ৯৪ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ৬ হাজার ৯০০ টাকা। ৩৬৬ লিটার ১ লাখ ১০ হাজার ৯০০ টাকা। ৪০৩ লিটার ৯৮ হাজার ৯০০ থেকে ১ লাখ ১২ হাজার টাকা। ৪৪৩ লিটার ১ লাখ ২৩ হাজার ৮০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা। ৪৮৯ লিটার ১ লাখ ৫০ হাজার ৫০০ টাকা। হিটাচি ডিপ ফ্রিজের মধ্যে পাবেন ১৪৫ লিটার ৪৩ হাজার ৪০০ টাকা।

স্যামসাং ব্র্যান্ডের ২১৫ লিটারের দাম পড়বে ৪৮ হাজার ৯০০ থেকে ৪৯ হাজার ৯৯০ টাকা। ২১৮ লিটার ৫২ হাজার ৯০০ টাকা। ২৭৫ লিটার ৬২ হাজার ৯০০ টাকা। ৩২৪ লিটার ৭৫ হাজার ৯০০ টাকা। ৩৪৫ লিটার ৮০ হাজার ৯০০ টাকা। ৪৬৫ লিটার ১ লাখ ১০ হাজার ৯০০ থেকে ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

ওয়ার্লপুল ব্র্যান্ডের ২৩৬ লিটারের দাম পড়বে ৩৬ হাজার ৯৯০ থেকে ৪১ হাজার ৯৯০ টাকা। ২৫৭ লিটার ৪২ হাজার ৪৯০ থেকে ৪৪ হাজার ৯৯০ টাকা। ২৬৫ লিটার ৫৭ হাজার ৪৯০ টাকা। ২৭৮ লিটার ৪৩ হাজার ৯৯০ থেকে ৫৪ হাজার ৯৯০ টাকা।

বাটারফ্লাই

বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজারজাত করছে বাটারফ্লাই। তার মধ্যে এলজির ৩৬০ লিটারের ফ্রিজের দাম ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। ৩৪০ লিটার ১ লাখ ১ হাজার ৫০০ টাকা। ৩০৮ লিটার ৭৫ হাজার ৯০০ থেকে ৭৮ হাজার ৯০০ টাকা। ২৮৪ লিটার ৭০ হাজার ৯০০ থেকে ৭৩ হাজার ৫০০ টাকা। ২৬০ লিটার ৬২ হাজার ৯০০ থেকে ৬৫ হাজার ৫০০ টাকা। ২৪০ লিটার ৩৮ হাজার টাকা। ২২৭ লিটার ৪৪ হাজার ৯০১ টাকা। ১৩৮ লিটার ৪৬ হাজার ৯০০ টাকা।

ইকো প্লাসের ৬৩০ লিটারের দাম ১ লাখ ২৯ হাজার ৯০১ টাকা, ৫৬৬ লিটার ৭৩ হাজার ৯০০ টাকা থেকে ৯৮ হাজার টাকা। ৩২০ লিটার ৫০ হাজার ৯০০ টাকা। ২৯০ লিটার ৪৯ হাজার ৫০০ টাকা। ২৬০ লিটার ৪৭ হাজার ৫০০ টাকা। ২৫২ লিটার ৪৬ হাজার ৫০০ টাকা। ২৩৫ লিটার ৪৫ হাজার ৫০০ টাকা। ২২৫ লিটার ৪১ হাজার টাকা। ২১৮ লিটার ৪২ হাজার ৯০০ টাকা। ২০২ লিটার ৩৯ হাজার টাকা থেকে ৪১ হাজার ৯০০ টাকা। ১৯৫ লিটার ৪০ হাজার ৯০০ টাকা।

হায়ারের ৬৩০ লিটারের দাম ১ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা, ৫২২ লিটারের দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা, ৪৩৯ লিটার ৮৮ হাজার ৯০০ টাকা, ৩৭৫ লিটার ৮৫ হাজার ৯০০ টাকা, ৩৬৬ লিটার ৭৯ হাজার ৯০০ টাকা, ৩৪২ লিটার ৭৫ হাজার ৯০০ টাকা, ৩৪০ লিটার ৭৩ হাজার ৯০০ টাকা এবং ৩১৯ লিটারের দাম ৬৯ হাজার ৯০০ টাকা।