যেখানে নিজের পছন্দে ল্যাম্পশেড বানাতে পারবেন

এখানে ক্রেতারা পছন্দের কাপড় দিয়ে ল্যাম্পশেড বানিয়ে নিতে পারেন।
ছবি: সাবিনা ইয়াসমিন

চারদিকে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই। শীতকালে দিন ছোট, ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। তাই ঘরের সাজ মানুষকে যেন উষ্ণ ও আরামদায়ক অনুভূতি দেয়, সেদিকেই নজর দিতে হবে। এই দিনগুলোয় ল্যাম্পশেড দিয়ে বদলে ফেলতে পারেন ঘরের আবহ।

ল্যাম্পশেডের দোকানগুলোয় নানা শেডের ল্যাম্প তো পাওয়াই যায়। তবে ঢাকায় এখন কিছু দোকান আছে, যেখানে আপনি আপনার পছন্দমতো ল্যাম্পশেড বানিয়েও নিতে পারবেন।

এই ল্যাম্পশেডগুলো দেখতে যেমন চমৎকার, আকারও তেমনি রকমারি।
ছবি: সাবিনা ইয়াসমিন

রাজধানীর সোবাহানবাগে ‘এনটিকস ল্যাম্প অ্যান্ড গিফট শপ’ তেমনি একটি দোকান। যেখানে বেশ কিছু ল্যাম্পশেডের নমুনা রেখেছে তারা। সব কটিই কাপড়ের ল্যাম্পশেড। দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ এনামুল হক জানান, স্ট্যান্ড দেওয়া ল্যাম্প ও টেবিল ল্যাম্প দুটিই তাঁরা রাখেন। সিল্ক, লিনেন, পলিয়েস্টার, এমব্রয়ডারি ও সুতি বিভিন্ন রকম কাপড়ের মধ্যে ফুলেল নকশা, ডিজিটাল ছাপার নকশা, গ্রামীণ চেক, বাটিক, ব্লক, জয়পুরি নকশাসহ বাহারি নকশার ল্যাম্পশেড তাঁদের দোকানে মিলবে।

চাইলে ক্রেতারা তাঁদের পছন্দের কাপড় নিয়ে এসে ল্যাম্পশেড বানিয়ে নিতে পারেন। তাঁরা কিছুদিন সময় নিয়ে ভালোভাবে কাপড়টি শেডের বাইরের অংশে আটকে দেবেন। এ ছাড়া দোকানে থাকা কাপড় থেকে বাছাই করেও ল্যাম্পের কাপড় কেনা যাবে বলে জানান দোকানের মালিক।

আসাদগেটের সোর্সে শুধু কাপড়েরই নয়, কাগজের নান্দনিক ল্যাম্পশেডও মিলবে। নানা রকমের কাগজ তাকে তাকে সাজানো আছে। বাহারি নকশার ছাপার কাগজ দিয়ে আপনার পছন্দের ল্যাম্পশেডটি বানাতে পারবেন।

আছে অনেক রকম ল্যাম্পশেডের নমুনা
ছবি: সাবিনা ইয়াসমিন

যাত্রায় আছে রিকশাচিত্রের কাজ করা কাপড়ের ল্যাম্পশেড। এ ছাড়া বিভিন্ন ডিজিটাল ছাপ, পটচিত্র, বাংলা বা বিদেশি চলচ্চিত্রের ছাপ এখানকার ল্যাম্পশেডের কাপড়গুলোয় তুলে ধরা হয়েছে। এই ল্যাম্পশেডগুলো দেখতে যেমন চমৎকার, আকারও তেমনি রকমারি।

কোনোটি লম্বা, কোনোটি গোল, কোনোটি আবার চতুষ্কোণ ও ত্রিকোণ। কোনোটির ওপরের অংশ কেটে সেখানে নকশা করা হয়েছে। টেবিল ল্যাম্প, স্ট্যান্ড ল্যাম্প বা ওপর থেকে ঝোলানো কাপড়ের ল্যাম্পশেডও পাওয়া যাবে। যাত্রার প্রধান নির্বাহী ইমতেনান মোহাম্মদ জাকি জানান, ক্রেতা চাইলে এখান থেকে তাঁর পছন্দমতো ল্যাম্পশেডও বানিয়ে নিতে পারবেন।

ল্যাম্পের মূল্য হাতের নাগালেই থাকছে।
ছবি: সাবিনা ইয়াসমিন

দামের তারতম্য

কাপড়ের তৈরি ল্যাম্পশেডগুলোর দাম আকারের ওপর নির্ভর কর। আকার ও মাপভেদে ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে দাম পড়বে। কাগজের তৈরি ল্যাম্পের মূল্য হাতের নাগালেই থাকছে। ছোট মাপের টেবিল ল্যাম্পের দাম পড়বে ৪০০ থেকে ৮০০ টাকা। মাঝারি স্ট্যান্ড দেওয়া ল্যাম্পশেড ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া বসার ঘরের শোভাবর্ধক মেঝেতে দাঁড় করানো লম্বা ল্যাম্পশেডগুলো ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকার ভেতর পাওয়া যাবে। আবার বাঁশ ও বেতের ল্যাম্পশেডের নকশা ও মাপভেদে দাম পড়বে ৪০০ থেকে ৩ হাজার টাকা। তবে নিজের মনের মতো ল্যাম্পশেড বানিয়ে নিতে চাইলে স্থান, চাহিদা ও ডিজাইনের ওপর দাম নির্ভর করে। তাই অবশ্যই সাধের ল্যাম্পশেডটি তৈরির আগে সাধ্যের বিষয়টি মাথায় রাখা উচিত।