এবার ঈদে কেমন পাঞ্জাবি চলছে

শুধু ঈদ নয়, বছরজুড়েই বিভিন্ন বিশেষ দিনে এখন পাঞ্জাবি পরার চল। বসন্ত, বৈশাখ, বিয়ের দাওয়াত তো বটেই, মাঝেমধ্যে কারণ ছাড়াই পাঞ্জাবি পরেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। কিন্তু এ পোশাক কেনার জন্য সাধারণত দুই ঈদকেই বেছে নেন ক্রেতারা। বাজার ঘুরে জানা গেল এবারের ঈদের পাঞ্জাবির চলতি ধারা।

গলায় দেখা যাচ্ছে সুতার হালকা কাজমডেল: ফররুখ আহমেদ রেহান, পাঞ্জাবি: ওটু, সাজ: অরা বিউটি লাউঞ্জ, কৃতজ্ঞতা: দ্য স্কাই লাউঞ্জ, ছবি: কবির হোসেন

এক রং, অল্প নকশা

দিনের বেলা মানিয়ে যাবে এমন নকশার পাঞ্জাবি
মডেল: ফররুখ আহমেদ রেহান, পাঞ্জাবি: ক্লাব হাউস, সাজ: অরা বিউটি লাউঞ্জ, কৃতজ্ঞতা: দ্য স্কাই লাউঞ্জ, ছবি: কবির হোসেন

পছন্দের পাঞ্জাবি বেছে নেওয়ার সময় ক্রেতার মাথায় থাকে নকশা, রং আর কাপড়ের ধরন। তাঁদের রুচি ও স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েই দেশের নামীদামি ফ্যাশন ব্র্যান্ডগুলো

বিশাল পাঞ্জাবির সংগ্রহ নিয়ে হাজির হয়েছে। বিভিন্ন শোরুম ঘুরে দেখা গেল, এবার একরঙা কাপড়ের ওপর গলায় ও হাতায় অল্প নকশা করা পাঞ্জাবি বেশি। কে ক্র্যাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান জানান, কে ক্র্যাফটের পাঞ্জাবির নকশায় এবার ছিমছাম, পরিচ্ছন্ন কারুকাজ ও অলংকরণ বেশি দেখা যাবে।

ব্যবহার করা হয়েছে পিওর কটন, ব্লেন্ডেড কটন, ভিসকস, টু-টোন কটন, জ্যাকার্ড ফেব্রিক। অ্যাপ্লিক, কাটওয়ার্ক, কাঁথা স্টিচ, লে আউট প্রিন্টও দেখা যাবে। বয়স ও রুচির ভিন্নতার কথা মাথায় রেখেই এসব নকশা করা হয়েছে।

নকশায় আধুনিকতা

পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন লম্বা কোটিও
মডেল: ফররুখ আহমেদ রেহান, পাঞ্জাবি: টুয়েলভ ক্লদিং, সাজ: অরা বিউটি লাউঞ্জ, কৃতজ্ঞতা: দ্য স্কাই লাউঞ্জ, ছবি: কবির হোসেন

বসুন্ধরা সিটিতে সামিহা রহমান-আসিফ রহমান দম্পতির সঙ্গে দেখা। বনানীতে থাকেন তাঁরা। জানালেন, ঈদের দিনে সকালে পরার জন্য হালকা নকশার পাঞ্জাবি কিনেছেন। এখন রাতে পরার জন্য সুতার কাজ করা একটু ভারী পাঞ্জাবি খুঁজছেন। বিভিন্ন ব্র্যান্ড ঈদের সংগ্রহে রেখেছে বৈচিত্র্য। ফ্যাশন হাউস ক্লাব হাউসের অনলাইন অপারেশনস ম্যানেজার মোস্তফা কামাল বলেন, গত বছর একদমই কম নকশার পাঞ্জাবি চলেছে। এ বছর একটু কারুকাজ আছে। ছোট ছোট ফুল, বুকের দিকে হালকা কাজ। একটু ঢোলা কাটের পায়জামাই চলছে। এক রঙের পণ্য বেশি, তবে ছাপা নকশার পাঞ্জাবিও চলছে। উপকরণ হিসেবে থাকছে সুতি, ভিসকস ইত্যাদি।

ব্র্যান্ডের বাইরে

দেখা যাবে এমন উজ্জ্বল রংও
মডেল: ফররুখ আহমেদ রেহান, পাঞ্জাবি: ক্লাব হাউস, সাজ: অরা বিউটি লাউঞ্জ, কৃতজ্ঞতা: দ্য স্কাই লাউঞ্জ, ছবি: কবির হোসেন

এলিফ্যান্ট রোডের পাঞ্জাবির দোকানগুলোতে ঘুরে দেখা যায়, এবার এক রঙের কাপড়ে হাতা ও গলায় কাজ করা পাঞ্জাবির সংখ্যা বেশি। আছে বয়সভেদে হালকা, ভারী নকশার বাহারি কাপড়ের মেলা। সাদা কাপড়ে সাদা সুতায় নকশা করা পাঞ্জাবিও আছে। বিশেষ করে মধ্যবয়সীদের এ ধরনের পাঞ্জাবিতে আগ্রহ বেশি। আবদুস সালাম নামের এক ক্রেতা বলেন, ‘এই বয়সে সাদা পাঞ্জাবিই বেশি পরা হয়। সে রকমই একটা কিনলাম। ব্র্যান্ডের থেকে এখানে দাম কিছুটা কম।’ এলিফ্যান্ট রোডের ‘চান্দ সনস’ দোকানের বিক্রয়কর্মী সাইফুল ইসলাম বলেন, ‘নকশার ভিন্নতা তেমন একটা নেই। তবে এবার “ভাঙচুর” পাঞ্জাবির চাহিদা বেশি।’ কথা বলে বোঝা গেল, এক রঙের কাপড়ে হাত ও গলায় হালকা নকশার পাঞ্জাবিকেই অনেক দোকানদার নাম দিয়েছেন ‘ভাঙচুর পাঞ্জাবি’।

ফ্যাশন ও আরাম—দুটোই চাই

গরমের কারণে এবার সুতি কাপড়ে তৈরি পাঞ্জাবির সংগ্রহ বেশি। তবে হাফসিল্ক, ব্লেন্ডেড সিল্ক, মেশানো সুতি, জর্জেটের পাঞ্জাবিও মিলবে। এবার জামদানি ও ফুলের নকশায় অনুপ্রাণিত সংগ্রহ ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করছেন ডিজাইনাররা। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন কোটিও। বাবার সঙ্গে মিল রেখে একই রকম পাঞ্জাবি কিনতে পারবে ছেলেও। গলায় ও হাতার বোতামে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে। ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স–এর প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, ‘আগের থেকে এখন ফিটিং পাঞ্জাবি বেশি চলছে। তবে সেটা আঁটসাঁট নয়। পাঞ্জাবির দৈর্ঘ্য কিছুটা কমেছে। এ ছাড়া আমরা ব্যান্ড কলারই ব্যবহার করেছি। তবে পাঞ্জাবির হাতা ও গলায় এমব্রয়ডারির কাজ এবার বেড়েছে।’

এবার পাঞ্জাবিতে প্রাধান্য পাবে আরাম
মডেল: ফররুখ আহমেদ রেহান, পাঞ্জাবি: কে ক্র্যাফট, সাজ: অরা বিউটি লাউঞ্জ, কৃতজ্ঞতা: দ্য স্কাই লাউঞ্জ, ছবি: কবির হোসেন

দরদাম

এলিফ্যান্ট রোডের দোকানগুলোয় কাপড় ও নকশাভেদে ১ থেকে ৫ হাজার টাকার মধ্যে কেনা যাবে পাঞ্জাবি। দামাদামি করে কেনার অভ্যাস থাকলে অনেক দোকানে বাড়তি ছাড় পাওয়া যায়। তবে ব্র্যান্ডের পাঞ্জাবিতে খরচ একটু বেশি। ক্লাব হাউস তাদের পাঞ্জাবি বিক্রি করছে ১ থেকে ১০ হাজার টাকায়। সেইলরের পাঞ্জাবি পেতে গুনতে হবে ২ হাজার ৭৫০ থেকে প্রায় ৮ হাজার টাকায়। ১ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকার ভেতরে পাঞ্জাবি পাওয়া যাবে ‘লা রিভ’-এ। আড়ংয়ের পাঞ্জাবি গায়ে জড়াতে ১ হাজার ২০০ থেকে ১৮ হাজার টাকা খরচ হতে পারে। ইলিয়েনের পাঞ্জাবির দাম ৩ থেকে ১৫ হাজার টাকা। টুয়েলভ ক্লদিং পাঞ্জাবির দাম রেখেছে ১ হাজার ৪৯০ থেকে ১৩ হাজার টাকার মধ্যে। ৩ থেকে ৮ হাজার টাকায় এক্সট্যাসির ঈদের পাঞ্জাবি কেনা যাবে।

আরও পড়ুন