ঢাকায় আজ থেকে যেসব ঈদমেলা পাবেন

একসময় পবিত্র রমজান মাসে ঢাকার পাড়ায় পাড়ায় বসত ঈদমেলা। ভেন্যু হতো পাড়ার খোলা মাঠ বা কমিউনিটি সেন্টার। পাড়া বা দূরদূরান্ত থেকে আসতেন ব্যবসায়ীরা। বসত জামাকাপড় আর প্রসাধনীর স্টল। ঈদমেলার এই ধরন সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে। গত পাঁচ বছরে দেশে ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা বেড়েছে। তাদের বেশির ভাগ উদ্যোগই অনলাইনভিত্তিক। অর্থাৎ ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগের সুযোগ কম। ঈদমেলার মাধ্যমে ক্রেতা ও উদ্যোক্তাদের দূরত্ব কিছুটা হলেও কমে আসে। নতুন ঈদ সংগ্রহ সামনাসামনি দেখে কেনা যায়। ইতিমধ্যে রমজান মাসের প্রথম দুই শুক্র ও শনিবার ঢাকার বেশ কিছু জায়গায় মেলা হয়েছে। তবে তৃতীয় সপ্তাহ থেকে ছুটির দিন ছাড়াও মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। চলুন একনজরে এমন কিছু মেলার খবর জেনে নেওয়া যাক—

হাল ফ্যাশন ঈদমেলা

ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশনের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ঈদমেলা’। ধানমন্ডি ২৭ নম্বর রোডের মাইডাস সেন্টারে আজ রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এই মেলায় অংশ নিচ্ছেন ৫০ জন উদ্যোক্তা। থাকছে ২৫টি ফ্যাশন ব্র্যান্ড, ৯টি গয়নার ব্র্যান্ড, ২টি চামড়াজাত পণ্যের ব্র্যান্ড, ১টি প্রসাধনী ব্র্যান্ড। এ ছাড়া থাকছে বেশ কিছু খাবারের স্টল।

ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েব পোর্টাল হাল ফ্যাশনের আয়োজনে মাইডাস সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘ঈদমেলা’
ছবি: প্রথম আলো

মুনলাইট ফেস্টিভ্যাল সিজন ওয়ান

অ্যানেক্স কমিউনিকেশনের সৌজন্যে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার আলোকি কনভেনশনে শুরু হবে ‘মুনলাইট ফেস্টিভ্যাল’। উৎসবটিতে খাদ্যরসিকদের জন্য ৩০টিরও বেশি খাবার স্টলে পাওয়া যাবে ইফতার ও সাহ্‌রির দেশি-বিদেশি পদ। বিকেল ৪টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত চলবে এই আয়োজন।

দ্য গ্রেট গ্যাদারিং ফোর পয়েন্ট ও

ঈদ উপলক্ষে চতুর্থবারের মতো স্টুডিও ৬/৬ আয়োজন করতে চলেছে ‘দ্য গ্রেট গ্যাদারিং’। এতে অংশ নেবে বেশ কিছু লাইফস্টাইল ব্র্যান্ড। এবারের ভেন্যু ধানমন্ডি ৩-এর ১৭ নম্বর বাড়ির বাগান। এটি অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন

দ্য চাঁদবাজার সিজন টু

দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য চাঁদবাজার সিজন টু’। মেলাটি আয়োজন করছে ফ্যাশন ব্র্যান্ড আনিলা’স ক্রিয়েশন। এতে থাকবে দেশি উদ্যোক্তাদের তৈরি ফ্যাশনেবল পোশাক, অনুষঙ্গ ও খাবারের সমাহার। আলোকি কনভেনশন সেন্টারে এই আয়োজন চলবে ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

ঈদমেলায় অংশ নিচ্ছে অনলাইনভিত্তিক অনেক প্রতিষ্ঠান
ছবি: নকশা

নাইট কার্নিভ্যাল মার্চ ২০২৫

২০, ২১ ও ২২ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত হবে ‘নাইট কার্নিভ্যাল মার্চ ২০২৫’। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ই-বিটস। শতাধিক দেশি লাইফস্টাইল ব্র্যান্ড এতে অংশ নেবে। পাওয়া যাবে ডিজাইনার ড্রেস, গয়না, হস্তশিল্প, পরিবেশবান্ধব পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিক ও মাটির পণ্য, বৈদ্যুতিক পণ্য, ঘর সাজানোর পণ্য, আসবাব ইত্যাদি। বেলা ২টায় থেকে শুরু হয়ে চলবে ভোররাত ৪টা পর্যন্ত।

রামাদান লেটনাইট মার্কেট এক্সপো ২০২৫

আকিজ এয়ারের সৌজন্যে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘রামাদান লেটনাইট মার্কেট এক্সপো ২০২৫’। এটি ২০, ২১ ও ২২ মার্চ আলোকি কনভেনশন সেন্টারে

বেলা ২টায় শুরু হয়ে চলবে দিবাগত রাত ৩টা পর্যন্ত। প্রদর্শনীতে অংশ নিচ্ছে দুই শতাধিক লাইফস্টাইল ব্র্যান্ড। পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক, অনুষঙ্গ, প্রসাধনী, গৃহসজ্জার সরঞ্জাম। পাশাপাশি থাকবে ইফতার ও সাহ্‌রির ব্যবস্থা।

আরও পড়ুন
কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা
ছবি: প্রথম আলো

লিউক্স ফ্যাশন উইক X চাঁদরাত

রাজধানীর গুলশানে অবস্থিত চার তারকা হোটেল লেকশোর গ্র্যান্ডে অনুষ্ঠিত হবে বিশেষ পপ-আপ ইভেন্ট ‘লিউক্স ফ্যাশন উইক X চাঁদরাত’। এতে অংশ নিচ্ছে ৪০টির বেশি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড। এই আয়োজনে আরও থাকছে ১০০ জনেরও বেশি মেহেদি আর্টিস্ট। এই পপ-আপ ইভেন্ট চলবে ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত।

গ্র্যান্ড ঈদ ফিয়েস্তা ২০২৫

গুলশান শুটিং ক্লাবে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ‘গ্র্যান্ড ঈদ ফিয়েস্তা ২০২৫’। চলবে ১৯ থেকে ২৮ মার্চ পর্যন্ত। এতে সারা দেশ থেকে অংশ নিচ্ছে ৩৫টির বেশি ব্র্যান্ড।

আরও পড়ুন