কেএফসির মেনুতে যুক্ত হয়েছে নতুন খাবার, সঙ্গে থাকছে শীতপোশাকের খোঁজ

মিরপুর ৬০ ফিটে লা ডেলিশিয়ার নতুন শাখা

লা ডেলিশিয়ায় পাওয়া যাবে কেক ও পেস্ট্রি, ডোনাট, কুকিজ, ডেজার্ট
ছবি: সংগৃহীত

বেকারি ব্র্যান্ড লা ডেলিশিয়া মিরপুরের ৬০ ফিট এলাকায় চালু করল নতুন শাখা। সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। এখানে পাওয়া যাবে কেক ও পেস্ট্রি, ডোনাট, কুকিজ, ডেজার্ট এবং নানা ধরনের নোনতা স্বাদের খাবার।

শীতের পোশাক

টুয়েলভে বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার ও নিট টি-শার্ট পাওয়া যাচ্ছে।
ছবি: সংগৃহীত

শীতের পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। এথনিক ও পাশ্চাত্য কাটের পোশাকগুলো দেশজুড়ে থাকা ৪০টি শাখায় পাওয়া যাবে। টুয়েলভে বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার ও নিট টি-শার্ট পাওয়া যাচ্ছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন নকশার ব্লেজার।

নতুন খাবার

কেএফসির টোস্টেড টুইস্টার
ছবি: সংগৃহীত

কেএফসির মেনুতে যুক্ত হলো নতুন খাবার—টোস্টেড টুইস্টার। দেশের যেকোনো কেএফসির শাখায় খাবারটি পাওয়া যাবে। এ ছাড়া গ্রাহকেরা তাঁদের পছন্দ ও সুবিধা অনুযায়ী ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি ও কেএফসি অ্যাপেও অর্ডার করতে পারবেন।

ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘বিশ্বজুড়ে প্রশংসিত টুইস্টার এবার বাংলাদেশের মানুষের মন জয় করতে নিয়ে এসেছি আমরা। কেএফসির টোস্টেড টুইস্টার আমাদের ভোক্তাদের দেবে এক অসাধারণ অভিজ্ঞতা। অনলাইন অর্ডার করতে ভিজিট করুন: www.kfcbd.com/menu/twister

নতুন পোশাক

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ নিয়ে এসেছে শীতের পোশাক। সংগ্রহটির নাম ক্যাওস। আছে জ্যাকেট, সোয়েটার, ট্রেঞ্চ জ্যাকেট, হুডি টিউনিকসহ আরও নানা কিছু।